প্রকাশ: বুধবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৩, ৮:৫৫ পিএম | অনলাইন সংস্করণ
গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি যুক্ত হয়ে সারাদেশে অস্বচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন নির্মাণ শীর্ষক প্রকল্প বীর নিবাস আনুষ্ঠানিকভাবে হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করেন। গতকাল বুধবার দুুপুর ১২টার দিকে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠানটি অবলোকন করেন বীর মুক্তিযোদ্ধাবৃন্দ।
আনুষ্ঠানিক উদ্বোধনের পরেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে চাঁপাইনবাগঞ্জ সদর উপজেলায় ১ম ধাপে নির্মিত ৯টি পাকা বাড়ি পেলেন বীর মুক্তিযোদ্ধা। তাদের হাতে চাবি তুলে দেন চাঁপাইনবাগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ রওশন আলী।
জানা গেছে, মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে সারাদেশে ৩০ হাজার বীর মুক্তিযোদ্ধা বা তাদের উত্তরাধিকারীদের জন্য পাকা বাড়ি নির্মাণ করে দিচ্ছে সরকার। এর মধ্যে চাঁপাইনবাবগঞ্জ সদরে ১ম ধাপে ৯টি নির্মাণ করা হয়। একই আদলে নির্মাণ করা হয় প্রতিটি বাড়ি। এসব বাড়ির নামকরণ করা হয়েছে বীর নিবাস। সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, এ প্রকল্পের মাধ্যমে ১ম পর্যায়ে ৯জন বীর মুক্তিযোদ্ধাদের একটি করে একতলা পাকা বাড়ি নির্মাণ করে দেওয়া হয়েছে। প্রতিটি বাড়ির আয়তন হচ্ছে ৭৩৫ বর্গফুট। ১৪ লাখ ১০ হাজার টাকা ব্যয়ে নির্মিত এ বাড়িতে দু’টি শয়ন কক্ষ, দু’টি শৌচাগার, বৈঠক ঘর, খাবার ও রান্না ঘর রয়েছে। এছাড়া থাকবে একটি সাবমারসিবল পাম্প। আরও ৫৬ টি বাড়ি নির্মাণের প্রক্রিয়ায় রয়েছে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে ইউএনও’র কার্যালয় ঠিকাদারের মাধ্যমে এ প্রকল্প বাস্তবায়ন করা হবে।
এতে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান টানু, সদর উপজেলা কৃষি অফিসার কানিজ তাসনোভা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী মৌদুদ আলম খাঁ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাছির উদ্দিন প্রমূখ।