#সবাইকে ভালোবাসুন, নিজে ভালো থাকুন: কে এম লোকমান হোসেন। #বসন্ত মানেই নতুন প্রাণের কলরব: আফ্রিদা জাহিন।
প্রকাশ: মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৩, ১০:৩০ পিএম | অনলাইন সংস্করণ
আজ ১৪ই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস। আজকে ভালোবাসার দিনে আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন লোক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজার জিয়ারত করেছি এবং সেখানে পুষ্প অর্পণ করেছি। বসন্ত মানে পূর্ণতা, বসন্ত মানে নতুন প্রাণের কলরব। মাঘের বাঘ পালানোর শীত বিদায় নিয়েছে কিছুদিন আগে এবং চলতি মাসের শুরুতেই বইতে শুরু করেছে বসন্তের বাতাস।
দৈনিক ভোরের পাতার নিয়মিত আয়োজন ভোরের পাতা সংলাপের ৯৭৮তম পর্বে এসব কথা বলেন আলোচকরা। ভোরের পাতা সম্পাদক ও প্রকাশক ড. কাজী এরতেজা হাসানের নির্দেশনা ও পরিকল্পনায় অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সর্ব ইউরোপীয় আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি, ইতালি বাংলাদেশ অ্যাসোসিয়েশনের প্রথম নির্বাচিত সভাপতি কে এম লোকমান হোসেন, সেচ্ছাসেবী সংগঠন স্প্রেড স্মাইলসডের প্রতিষ্ঠাতা ও সভাপতি, আন্তর্জাতিক শিশু শান্তি পুরষ্কার-২০২২ মনোনীত আফ্রিদা জাহিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ভোরের পাতার বিশেষ প্রতিনিধি উৎপল দাস।
কে এম লোকমান হোসেন বলেন, আজ ১৪ই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস। আজকে ভালোবাসার দিনে আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন লোক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজার জিয়ারত করেছি এবং সেখানে পুষ্প অর্পণ করেছি। আজকে ভালোবাসার দিবসে শুধু এইটুকু বলতে চাই এই ভালোবাসা দিবসটির উৎপত্তি হয়েছিল ৪৯৬ খ্রিস্টাব্দে পোপ জেলাসিয়ুস ফেব্রুয়ারির ১৪ তারিখকে ভ্যালেন্টাইন্স ডে হিসেবে ঘোষণা করার পরে। সেই থেকে এই দিনটিকে মানুষেরা ভ্যালেন্টাইন্স ডে হিসেবে পালন করে আসছে। বিশ্ব ভালোবাসা দিবসে আজকে তরুণ-তরুণীরা, আমাদের বয়সের মানুষেরা ও শিশুরা আজকে যেভাবে এই দিনটি যে যার মতো উদযাপন করছে। আমি এই দিনটি কাটিয়েছি আমার ভালোবাসার মানুষ অর্থাৎ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধার মাধ্যমে। এরপর আমি আমার দুই নাতিকে ভালোবাসা জানিয়েছি। এই দিনে সবাইকে নির্মলভাবে ভালোবাসুন, নিজে ভালো থাকুন। সবার শেষে আমি বাংলাদেশের সবাইকে আমার ভালোবাসা জানাচ্ছি।
আফ্রিদা জাহিন বলেন, ঋতুরাজ বসন্তের প্রথমদিন আজ সাথে ভালোবাসা দিবসও। বসন্ত মানে পূর্ণতা, বসন্ত মানে নতুন প্রাণের কলরব। মাঘের বাঘ পালানোর শীত বিদায় নিয়েছে কিছুদিন আগে এবং চলতি মাসের শুরুতেই বইতে শুরু করেছে বসন্তের বাতাস। বসন্তের বাতাস দেশের অনেক এলাকায় ইতিমধ্যে বইতে শুরু করেছে। দেশের কোথাও বৃষ্টির মতো উত্তাপের আচ পাওয়া যাচ্ছে। বসন্ত দিবস ও ভালোবাসা দিবস দুইটি পালিত হয় ১৪ ফেব্রুয়ারি। আজ বাইরে বের হয়ে দেখলাম বিভিন্ন বয়সের মানুষেরা দিনটি উদযাপন করছে। কিন্তু একজন সংগঠক হিসেবে আমি ভালোবাসা ও বসন্ত দিবসকে কেন্দ্র করে আমরা আগামীকাল আমাদের স্প্রেড স্মাইলস সেচ্ছাসেবী সংগঠন থেকে যারা অসহায় ও দিনমজুর মানুষ আছে তাদেরকে একবেলা আহার করাবো। এটিই আমাদের বসন্ত ও ভালোবাসা দিবসের পরিকল্পনা। আমরা চাই সকলের ভালোবাসা নিয়ে এগিয়ে যেতে।