প্রকাশ: মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৩, ৪:৪৯ পিএম | অনলাইন সংস্করণ
টাঙ্গাইলের হাতেখড়ি প্রি-প্রাইমারী নামীয় শিশুশিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নিজ নিজ মায়েদের পা ধুয়ে বিশ্ব ভালোবাসা দিবস উদয়াপন করেছে।
মঙ্গলবার(১৪ ফেব্রুয়ারি) সকালে শহরের এসপি পার্কে হাতেখড়ি প্রি-প্রাইমারী স্কুল পঞ্চমবারের মতো ভিন্ন আঙ্গিকে বিশ্ব ভালোবাসা দিবস উদযাপনের আয়োজন করে।
মঙ্গলবার সকালে মা-বাবার হাত ধরে শিশু শিক্ষার্থীরা এসপি পার্কে উপস্থিত হয়। পার্কে মায়েরা সারিবদ্ধ হয়ে বসেন। তাদের সন্তানরা মগে পানি নিয়ে একসাথে দেড় শতাধিক মায়ের পা ধুয়ে দিয়ে ভালোবাসা প্রকাশ করে। এ সময় শিশুরা ভালোবাসার স্লোগান সংবলিত মেডেল মায়েদের গলায় পড়িয়ে দেয়। এমন ভালোবাসা পেয়ে শিশুদের জড়িয়ে ধরে মায়েরা আল্পুত হয়ে ওঠেন।
অনুষ্ঠানে টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি ও হাতেখড়ি প্রি-প্রাইমারী স্কুলের উপদেষ্টা অ্যাডভোকেট জাফর আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার।
অনুষ্ঠানের উদ্বোধন করেন, অতিরিক্ত পুলিশ সুপার সরোয়ার আলম। বিশেষ অতিথি ছিলেন, টাঙ্গাইল পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীর, জেলা শিক্ষা অফিসার লায়লা খানম, টাঙ্গাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা। অনুষ্ঠান সঞ্চালনা করেন জান্নাত জিরিয়া খান ছোঁয়া।