মো. সাহাবুদ্দিনকে রাষ্ট্রপতি করে প্রজ্ঞাপন
প্রকাশ: সোমবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৩, ৬:১৯ পিএম | অনলাইন সংস্করণ
মো.সাহাবুদ্দিনকে রাষ্ট্রপতি পদে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
আজ সোমবার (১৩ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের সচিব মো. জাহাংগীর আলম স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘রাষ্ট্রপতি নির্বাচন আইন ১৯৯১ বিধির ১২ উপবিধি (৬) অনুসারে নির্বাচনি কর্মকর্তা ও নির্বাচন কমিশনের ঘোষণা মোতাবেক মো. সাহাবুদ্দিন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি পদে নির্বাচিত হলেন।’
এর আগে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে কাজী হাবিবুল আউয়াল মো. সাহাবুদ্দিনকে রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত ঘোষণা করেন। একইসঙ্গে সে সময় তিনি জানান, ‘আজই এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে।’ এ বক্তব্যের কিছুক্ষণের মধ্যেই প্রজ্ঞাপন জারি করা হল।
এর আগে গতকাল রোববার সিইসির কাছে মো. সাহাবুদ্দিনের মনোনয়নপত্র জমা দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এসময় যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদসহ কেন্দ্রীয় বেশ কয়েকজন নেতা উপস্থিত ছিলেন। সেদিনই ইসির পক্ষ থেকে বলা হয়েছিল, যেহেতু একজনের মনোনয়নপত্র জমা পড়েছে, তাই সোমবার যাচাই-বাছাই শেষে সব ঠিকঠাক থাকলে মো. সাহাবুদ্দিনই হবেন দেশের ২২তম প্রেসিডেন্ট।