মো. সাহাবুদ্দিন রাষ্ট্রপতি নির্বাচিত
প্রকাশ: সোমবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৩, ২:৫৭ পিএম | অনলাইন সংস্করণ
দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে মোহাম্মদ সাহাবুদ্দিনকে নির্বাচিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
সোমবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে রাষ্ট্রপতি পদে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল একক বৈধ মনোনয়ন হিসেবে মোহাম্মদ সাহাবুদ্দিনকে দেশের পরবর্তী রাষ্ট্রপতি ঘোষণা করেন।
পরে সাংবাদিকদের ব্রিফ করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
এ সময় তিনি বলেন, মুক্তিযুদ্ধ ও স্বাধীনতায় বিশ্বাসী এমন একজন যোগ্য ব্যক্তিকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ।
তিনি আরও বলেন, বিএনপি দেশের সংবিধান ও গণতন্ত্রে বিশ্বাস করে না বলেই রাষ্ট্রপতি নিয়ে তাদের আগ্রহ নেই।
এর আগে দুপুর সাড়ে ১২ টায় নির্বাচন কমিশনের কর্মকর্তাগণ আওয়ামী লীগের প্রতিনিধিদলের উপস্থিতিতেরা ষ্ট্রপতি পদে নির্বাচনের মনোনয়নপত্র যাচাই-বাছাই করেন।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাছান মাহমুদ, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া এবং তথ্য ও গবেষণা সম্পাদক ডক্টর সেলিম মাহমুদ।