প্রকাশ: সোমবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:৩৪ পিএম | অনলাইন সংস্করণ
মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে নতুন রাষ্ট্রপতির নাম ঘোষণা হতে পারে আজ সোমবার। রাষ্ট্রপতি পদে একক প্রতিদ্বন্দ্বী মো. সাহাবুদ্দিন চুপ্পু। আওয়ামী লীগের পক্ষ থেকে তার মনোনয়নপত্র নির্বাচন কমিশনে জমা দেয়া হয়েছিল গতকালই। ফলে রাষ্ট্রপতি হিসেবে তার নামই ঘোষণা করা হবে, এটি মোটামুটি নিশ্চিত।
এর আগে, রোববার (১২ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন থেকে জানানো হয়েছিল, সোমবার যাচাই-বাছাই শেষে ঘোষণা হতে পারে নতুন রাষ্ট্রপতির নাম। সে ব্যাপারে জোর প্রস্তুতিও চলছে নির্বাচন কমিশনে।
রাষ্ট্রপতি নির্বাচনে আর কোনো দল প্রার্থী মনোনয়ন না দেয়ায় আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া মোহাম্মদ সাহাবুদ্দিন চুপ্পু বিনা প্রতিদ্বন্দ্বিতায় দেশের ২২তম রাষ্ট্রপতি নির্বাচিত হতে চলেছেন। রোববার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়াবদুল কাদেরের নেতৃত্বে আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল মনোনয়নপত্র জমা দেয় নির্বাচন কমিশনে। প্রার্থী একজন হওয়ায় ভোটের প্রয়োজন পড়বে না। ফলে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের পর সোমবার ঘোষণা করা হবে মোহাম্মদ সাহাবুদ্দিনের নাম। আর এ ঘোষণা এখন সময়ের ব্যাপার মাত্র।