প্রকাশ: রোববার, ১২ ফেব্রুয়ারি, ২০২৩, ৮:৪৩ পিএম | অনলাইন সংস্করণ
সিরাজগঞ্জের চৌহালী উপজেলার যমুনা নদীতে জেলেদের জালে একটি গাঙ্গেয় শুশুক ধরা পড়েছে।
রোববার (১২ ফেব্রুয়ারি) দুপুরে জেলেরা শুশুকটিকে ওই উপজেলার উমারপুর ইউনিয়নের নৌকা ঘাট এলাকায় বিক্রি করতে নিয়ে আসেন।
স্থানীয় সূত্রে জানা যায়, শুশুকটির ওজন ২০ কেজি। নৌকা ঘাট এলাকায় শুশুকটি নিয়ে এলে এক মৎস্যব্যবসায়ী তিন হাজার টাকায় কিনে কেজি দরে বিক্রি করেন।
পরিবেশ বাদী সংগঠন 'দি বার্ড সেফটি হাউজ' এর চেয়ারম্যান মামুন বিশ্বাস বলেন, মানুষের অজ্ঞতায় নির্বিচারে অসংখ্য বিরল ও উপকারি প্রাণী প্রতিদিন ধ্বংস হওয়ায় দেশের প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হচ্ছে। সচেতনতা বৃদ্ধির মাধ্যমে এগুলো প্রতিরোধ করতে হবে।
জেলা মৎস্য কর্মকর্তা শাহীনূর রহমান বলেন, শুশুক বা ডলফিন অত্যন্ত উপকারি একটা প্রাণী। এদের মূলত জলজ পরিবেশের প্রহরী বলা হয়। গাঙ্গেয় শুশুক বেশি দেখা যায় দুটি নদীর মিলনস্থল, নদীর বাঁক ও গভীর অংশে। পৃথিবী জুড়ে এই প্রাণীটি বিপন্ন হলেও এদেশে আজও এর দেখা মেলে।
এ প্রসঙ্গে চৌহালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, এক মাত্র সচেতনতায় পারে প্রাণী বৈচিত্র্যকে রক্ষা করতে। তবে নির্বিচারে এ উপজেলায় প্রাণিহত্যা বন্ধে সংশ্লিষ্ট দপ্তরকে চিঠি দেওয়া হবে।