প্রকাশ: রোববার, ১২ ফেব্রুয়ারি, ২০২৩, ৮:৪২ পিএম | অনলাইন সংস্করণ
কক্সবাজারে ইয়াবা পাচার মামলায় ৭ রোহিঙ্গাকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে দণ্ডিত প্রত্যককে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড করে অনদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
রবিবার (১২ ফেব্রুয়ারি) কক্সবাজারের সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল এ রায় ঘোষণা করেন।
দন্ডিতরা হলো— এম. বিল্লাল হোসেন, জামাল হোসেন, মনজুর আলম, আবদুর রহমান, জাকির হোসেন এবং জাকির হোসেন। তারা সকলেই মিয়ানমারের আকিয়াবের নাগরিক এবং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।
রাষ্ট্রপক্ষের আইনজীবী জেলা ও দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট ফরিদুল আলম জানান, ২ লাখ ৮০ হাজার ইয়াবা পাচারের মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায় সাত রোহিঙ্গাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।