প্রকাশ: রোববার, ১২ ফেব্রুয়ারি, ২০২৩, ৮:৪০ পিএম | অনলাইন সংস্করণ
যশোরের ঝিকরগাছার কলাগাছি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি লম্বুগাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে ওই প্রতিষ্ঠানের অভিভাবক সদস্য নুরু দেওয়ানের বিরুদ্ধে।অভিযোগ উঠেছে কর্তনকৃত গাছের কাঠ দিয়ে তিনি আসবাবপএ তৈরি করছেন।
তবে গাছ কাটার বিষয়ে ওই স্কুলের সভাপতি ও প্রধান শিক্ষক কিছুই জানেন না বলে দাবি করেছেন।
স্থানীয়দের অভিযোগ, কাউকে কিছু না জানিয়ে এক প্রকার চুরি করে শুক্রবার কোনো এক সময় কলাগাছি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের লম্বুগাছটি কেটে নেন দাতা সদস্য নূরো দেওয়ান (৭২)। যার আনুমানিক মূল্য ২০হাজার টাকা।
জানতে চাইলে স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আসানুর বেগম জানান, গাছকাটার খবর জানতে পেরে ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং সত্যতা পেয়েছি। তিনি বলেন, যে গাছটি কাটা হয়েছে সেটা অনেক আগে আমাদের শিক্ষকদের হাতে লাগানো। বিষয়টি ম্যানেজিং কমিটির সভাপতিকে জানিয়েছি।
সভাপতি আরিফ হোসেন বলেন, ঘটনাটি দুঃখজনক। এ ব্যাপারে স্থানীয় মেম্বারের সাথে আলাপ করে দাতা সদস্যকে মিমাংসার জন্য বলেছি।
অভিযুক্ত দাতাসদস্য নুরু দেওয়ান দাবি করেন, গাছটি আমার জমির মধ্যে তাই গাছ কেটে নিয়েছি। এজন্য আমার কোনো অন্যায় হলে দুই দিনের মধ্যে মিটিয়ে ফেলবো।
ঝিকরগাছা উপজেলা শিক্ষা অফিসার সেহেলী ফেরদৌস বলেন, আমরা দাতা সদস্যের সঙ্গে কথা বলেছি। প্রয়োজনে জায়গাটি মেপে এ বিষয়ে ব্যবস্থা গ্রহন করা হবে।