প্রকাশ: শনিবার, ২৮ জানুয়ারি, ২০২৩, ৯:১৮ পিএম | অনলাইন সংস্করণ
রংপুরের গঙ্গাচড়া উপজেলার লক্ষীটারী ইউনিয়নের জয়রামওঝা ও আলমবিদিতর ইউনিয়নের খামার মোহনা এলাকায় ভূমিহীনদের জন্য আশ্রয়ন প্রকল্প-২ এর অধীনে নির্মিত হচ্ছে ঘর। এই ঘর তৈরিতে ব্যবহার করা হচ্ছে নিম্নমানের নির্মাণ সামগ্রী। যেখানে ঘর নির্মাণে সার্বিক তত্ত্বাবধান করছেন খোদ উপজেলা প্রশাসন। সংশ্লিষ্ট দপ্তরে খোঁজ নিলে জানা যায়, প্রধানমন্ত্রীর অগ্রাধিকার আশ্রয়ন প্রকল্প-২ এর আওতায় উপজেলাতে ভূমিহীনদের জন্য নির্মিত হচ্ছে ২ শতক জমি সহ সেমি পাকা ঘর। ৪র্থ ধাপে উপজেলার মোট ১৫০ জন ভূমিহীন এই ঘর পাবে। উপজেলার আলমবিদিতর ইউনিয়নে ৫০ টি ও লক্ষীটারী ইউনিয়নে ১০০টি ঘরের শুরু হয়েছে নির্মাণ কাজ। প্রত্যেকটি ঘরের জন্য নির্মাণ ব্যয় ধরা হয়েছে ২,৭৯,৫০০ টাকা। বর্তমানে শুরু হওয়া ঘরের কাজে ব্যবহৃত হচ্ছে নিম্ন মানের ইট খোঁয়াসহ নির্মাণ সামগ্রী।
সরজমিনে গিয়ে দেখা যায় নিম্নমানের নির্মাণসামগ্রী দিয়ে তৈরি হচ্ছে ঘরগুলো। স্থানীয় অনেকে আক্ষেপ করে বলেন, প্রধানমন্ত্রীর উপহারের ঘর যদি নির্মাণ হয় নিন্মমানের দ্রব্য সামগ্রী দিয়ে তাহলে অন্যান্য জায়গায় কাজ কেমনে ভালো হবে বলে প্রশ্ন তোলেন। এসব খারাপ ইট দিয়ে ঘর করলে এই ঘরে বসবাস করা ঝুঁকি হবে বলেও তারা জানান। নিম্নমানের নির্মাণসামগ্রী দিয়ে ঘর তৈরির বিষয়টি অস্বীকার করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুনিমুল হক।
আলমবিদিতর ইউপি চেয়ারম্যান মোকাররম হোসেন সুজন বলেন, নির্মাণ কাজ কমিটিতে আমাকে সদস্য রাখা হয়েছে, কিন্তু কোন কাজে অবহিত করা হয় না।
লক্ষীটারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল্লাহ আল হাদী বলেন, ঘর তৈরির বালুর মান খুবই খারাপ।
এবিষয় নিয়ে কথা বললে উপজেলা নির্বাহী অফিসার নাহিদ তামান্না বলেন, নির্মাণ কাজ নিয়মিত তদারকি করছি। আমি এ উপজেলায় যোগদানের পূর্বেই ইটসহ অন্যান্য নির্মাণ সামগ্রী ক্রয় করা হয়েছে। ঘর নির্মাণে নিন্মমানের নির্মাণসামগ্রী দেয়ার কোন সুযোগ নেই, যারা সরবরাহ করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।