প্রকাশ: শুক্রবার, ২৭ জানুয়ারি, ২০২৩, ৯:৪১ পিএম | অনলাইন সংস্করণ
পুরো ম্যাচে প্রথম সেটটাই হয়ে থাকলো লড়াইয়ের স্বাক্ষী। তাও বলার মতো লড়াই যাকে বলে আর কি। বাকি সময়টায় কেবলই নোভাক জোকোভিচের দাপট। যুক্তরাষ্ট্রের টমি পলকে সরাসরি সেটে বিধ্বস্ত করে অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে উঠে গেলেন সার্বিয়ান এই তারকা।
বছরের প্রথম এই গ্র্যান্ড স্ল্যামের শুরু থেকেই দুর্দান্ত গতিতে ছুটছেন জকোভিচ। যেই সামনে আসছে খড়কুটোর মতো উড়ে যাচ্ছে। রেকর্ড চ্যাম্পিয়নকে সত্যিকার অর্থে তেমন কোনো চ্যালেঞ্জই জানাতে পারেননি অবাছাই হিসেবে আসর শুরু করা পল।
মেলবোর্ন পার্কে রড লেভার অ্যারেনায় শুক্রবার সেমি-ফাইনালে ৭-৫, ৬-১, ৬-২ গেমে জয় পান জোকোভিচ। ৯ বারের চ্যাম্পিয়ন রেকর্ডটাকে আরও বাড়িয়ে নেওয়ার লক্ষ্যে ফাইনালে মুখোমুখি হবেন স্তেফানো তিতসিপাসের।
দিনের প্রথম সেমি-ফাইনালে রাশিয়ার কারেন কাচানোভের বিপক্ষে তিতসিপাসের লড়াইটা ছিলো খুব জমজমাট। তাতে কাচানোভকে ৭-৬ (৭-২), ৬-৪, ৬-৭ (৬-৮) ও ৬-৩ গেমে হারান গ্রিক তারকা তিতসিপাস।
প্রথম দুই সেটে হেরে যান কাচানোভ। কিন্তু তৃতীয় সেটে ঘুরে দাঁড়ালেও চতুর্থ সেটে সেই ধারাবাহিকতা আর ধরে রাখতে পারেননি। শেষ পর্যন্ত ৩-১ সেটে জিতে ফাইনাল নিশ্চিত করেন তিতসিপাস।
প্রথম সেট ৭-৬ (৭-২) গেমে জিতে এগিয়ে যান তিনি। সহজেই ৬-৪ গেমে দ্বিতীয় সেটেও জেতেন এই গ্রিক তারকা। এরপর ঘুরে দাঁড়িয়ে ৬-৭ গেমে তৃতীয় সেট জিতে ব্যবধান ২-১ করেন কাচানোভ। চতুর্থ ও শেষ সেটে দাঁড়াতেই পারেননি কাচানোভ। হেরে যান ৬-৩ গেমে।