প্রকাশ: শুক্রবার, ২৭ জানুয়ারি, ২০২৩, ৪:৪৬ পিএম | অনলাইন সংস্করণ
সুইডেনে পবিত্র কোরআন শরীফ পোড়ানোর প্রতিবাদে বরগুনার তালতলীতে বিক্ষোভ মিছিল করেছে কয়েক হাজার মানুষ। এ সময় সুইডেনের পতাকা পুড়িয়েও প্রতিবাদ জানান তারা।
শুক্রবার (২৭ জানুয়ারি) জুমার নামাজ শেষে বিভিন্ন মসজিদ থেকে তালতলী মুসলিম ঐক্য পরিষদের আয়োজনে, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় করা হয়।
ইসলামি আন্দোলন তালতলী উপজেলা শাখার সভাপতি মাওলানা আফজাল হোসেনের সঞ্চালনায়,ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ফজলুল হক জমাদ্দারের সভাপতিত্বে বক্তব্য রাখেন,উপজেলাআওয়ামীলীগের সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক নূর এ আলম সুমন প্রমুখ।
এ সময় বক্তারা বলেন সুইডিশ সরকারের অনুমোদন নিয়ে দানিশ উগ্রপন্থীরা যে অপরাধ করেছে তা ক্ষমার অযোগ্য । পবিত্র কোরআন পুড়িয়েছে, যেটা মুসলিমদের কাছে কেবল একটি গ্রন্থ নয়, মুসলিমদের প্রাণ।