প্রকাশ: মঙ্গলবার, ২৪ জানুয়ারি, ২০২৩, ৪:১১ পিএম আপডেট: ২৪.০১.২০২৩ ৪:১৪ পিএম | অনলাইন সংস্করণ
নাশকতা মামলায় সাতক্ষীরা পৌর বিএনপির সদস্য সচিব, পৌর মেয়র তাসকিন আহমেদ চিশতির জামিন আবেদন না'মজ্ঞুর করে কারাগারে পাঠিয়েছে আদালত।
মঙ্গলবার (২৪ জানুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে সাতক্ষীরা চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারক তার জামিন আবেদন নামজ্ঞুর করেন।
পৌর মেয়র তাসকিন আহমেদ চিশতি শহরের কামালনগর এলাকার বাসিন্দা। তিনি টানা দ্বিতীয়বারের মত সাতক্ষীরা পৌর মেয়রের দায়িত্ব পালন করছেন।
এবিষয়ে সদর থানা পুলিশের উপ-পুলিশ পরিদর্শক দেলোয়ার হোসেন বাদী হয়ে সাতক্ষীরা থানায় পৌর মেয়র, পৌর বিএনপির সদস্য সচিব তাজকিন আহমেদ চিশতি, জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক আব্দুর রউফসহ অজ্ঞাত দুইশতাধিক ব্যক্তিকে আসামী করে একটি মামলা দায়ের করেন। উক্ত মামলায় হাইকোর্ট থেকে জামিন নেন মেয়র।
সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক অ্যাড.সৈয়দ ইফতেখার আলী জানান, সাতক্ষীরা সদর থানার ষড়যন্ত্রমূলক নাশকতার একটি মামলায় আদালতে জামিনের আবেদন জানানো হয়। আদালত জামিন না'মজ্ঞুর করে বিএনপি নেতা চিশতিকে কারাগারে পাঠানোর নির্দেশনা দিয়েছেন।
তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহাল, খালেদা জিয়াসহ আলেম ও ওলামাদের মুক্তির দাবিসহ ১০ দফা দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ ও সংক্ষিপ্ত সমাবেশ করেছে জামায়াতে ইসলামীর সাতক্ষীরা জেলা শাখা। তবে মিছিলের একটি অংশ হাটের মোড় থেকে তুফান মোড়ের দিকে, অপর একটি অংশ সদর উপজেলা পরিষদের সামনে দিয়ে জামায়াত অফিসের দিকে গিয়ে বিক্ষোভ শুরু করলে পুলিশের বাধার মুখে তা পণ্ড হয়ে যায়।
এ সময় জামাত বিএনপি'র ১৬ নেতা–কর্মীকে আটক করে পুলিশ। এসময় নেতাকর্মীদের কাছ থেকে পাঁচটি ককটেল উদ্ধার করে পুলিশ।
এঘটনায় ৩৬ জনকে আসামি করে মামলা করে সদর থানার এস আই দেলোয়ার হোসেন। মামলায় সাতক্ষীরা পৌর মেয়রকে ১৭ নং আসামি করা হয়।