মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪ ১১ অগ্রহায়ণ ১৪৩১

শিরোনাম: কর্মোপযোগী শিক্ষার মাধ্যমে কাঙ্ক্ষিত উন্নতি সম্ভব   নববর্ষের আনন্দ যেন বিষাদের কারণ না হয়: রাষ্ট্রপতি   নির্বাচনে ২১ সদস্যের মনিটরিং সেল গঠন ইসির   দেশজুড়ে যে তিনদিন মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা!   মির্জা ফখরুলের জামিন শুনানি ৯ জানুয়ারি   প্রাথমিকের ছুটি বাড়ল ১৬ দিন (তালিকা)   নির্বাচনের বিরুদ্ধে বিএনপির প্রচারণা রাষ্ট্রদ্রোহিতার শামিল: স্বরাষ্ট্রমন্ত্রী   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষে এগিয়ে যাচ্ছেন শেখ হাসিনা
#২০৪১ সালের আগেই উন্নত রাষ্ট্র হবে বাংলাদেশ: ড. নাজমুল আহসান কলিমউল্লাহ। #আমরা স্মার্ট বাংলাদেশের যুগে পৌঁছাচ্ছি: উৎপল দাস।
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২১ জানুয়ারি, ২০২৩, ১১:৫৯ পিএম | অনলাইন সংস্করণ

'স্মার্ট বাংলাদেশ' এখন বাংলাদেশের প্রতিটি নাগরিকের মুখ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে। কেউই পশ্চাৎপদ হয়ে থাকতে চাইনা এখন। ডিজিটাল বাংলাদেশের ভৌত-কাঠামোর উপর ভিত্তি করে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের যে নিরন্তর প্রচেষ্টা অব্যাহত আছে। এবং এই ধারাবাহিকতা অব্যাহত থাকলে আমরা ২০৪১ সালের আগেই উন্নত রাষ্ট্রে উপনীত হবো।

দৈনিক ভোরের পাতার নিয়মিত আয়োজন ভোরের পাতা সংলাপের ৯৫৪তম পর্বে এসব কথা বলেন আলোচকরা। ভোরের পাতা সম্পাদক ও প্রকাশক ড. কাজী এরতেজা হাসানের নির্দেশনা ও পরিকল্পনায় অনুষ্ঠানে আলোচক হিসেবে  উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের অধ্যাপক, জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ পরিষদের (জানিপপ) চেয়ারম্যান ড. নাজমুল আহসান কলিমউল্লাহ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ভোরের পাতার বিশেষ প্রতিনিধি উৎপল দাস।

ড. নাজমুল আহসান কলিমউল্লাহ বলেন,  'স্মার্ট বাংলাদেশ' এখন বাংলাদেশের প্রতিটি নাগরিকের মুখ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে। কেউই পশ্চাৎপদ হয়ে থাকতে চাইনা এখন। ডিজিটাল বাংলাদেশের ভৌত-কাঠামোর উপর ভিত্তি করে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের যে নিরন্তর প্রচেষ্টা অব্যাহত আছে। এবং এই ধারাবাহিকতা অব্যাহত থাকলে আমরা ২০৪১ সালের আগেই উন্নত রাষ্ট্রে উপনীত হবো। এর অংশ হিসেবে যে কর্মকাণ্ডগুলো পরিচালিত হচ্ছে তা নিশ্চিত করতে হলে আমাদের আসলে মানসিকভাবে আরও এগুতে হবে। পশ্চাৎমুখী দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে অগ্রগামী চিন্তা নিয়ে সামনের দিকে এগুতে হবে। স্মার্টনেসের তাৎপর্য এখানেই নিহিত। এগুলো একসঙ্গে করতে পারলে আমরা বিশ্বের বুকে মাথা উঁচু করে বলতে পারবো যে আমরা স্মার্ট হয়েছি।

উৎপল দাস বলেন, ইতিমধ্যে স্মার্ট বাংলাদেশ-২০৪১ বাস্তবায়নে বাংলাদেশকে একটি জ্ঞানভিত্তিক অর্থনীতি এবং উদ্ভাবনী জাতি হিসেবে প্রতিষ্ঠায় স্মার্ট বাংলাদেশ-২০৪১ ভিশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই ‘স্মার্ট বাংলাদেশ টাস্কফোর্স’ গঠিত হয়। আজকে আমরা দেশের যেখানেই থাকি না কেন, সবাই সবার সাথে কানেক্টেড আছি। আজকে আমরা ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশের দিকে ধাবিত হচ্ছি। এরমধ্যেও নানা সময় নানান ধরণের হুমকি ধমকি দেওয়া হচ্ছে। কিন্তু কোনো ষড়যন্ত্রেই আর কাজ দিবে না। বাংলাদেশ আরও দুর্বার গতিতে এগিয়ে যাবে এবং স্মার্ট বাংলাদেশে রূপান্তরিত হবে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি বঙ্গবন্ধু কন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের যে স্বপ্ন দেখাচ্ছেন স্মার্ট বাংলাদেশের, আমার সেই অভীষ্ট লক্ষে পৌছাতে সক্ষম হবো বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বেই এবং এই উন্নয়নের ধারাবাহিকতা বজায় রেখে আরও দুর্বার গতিতে এগিয়ে যাবে বাংলাদেশ।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
http://www.dailyvorerpata.com/ad/Screenshot_1.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]