প্রকাশ: শনিবার, ২১ জানুয়ারি, ২০২৩, ৮:৪৬ পিএম | অনলাইন সংস্করণ
শরীয়তপুর সদর উপজেলার চিকন্দীতে শরীয়তপুর স্পেশালাইজড হসপিটালের আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প স্থাপন করে স্বাস্থ্যসেবা প্রদান এবং বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়েছে। শনিবার (২১জানুয়ারি) বিকাল সাড়ে ৩টায় সদর উপজেলার চিকন্দী ইউনিয়নের চিকন্দী আইনজীবী সমিতির কার্যালয়ে এই ফ্রি মেডিকেল অনুষ্ঠিত হয়।
শরীয়তপুর স্পেশালাইজড হসপিটালের আয়োজনে বিকাল সাড়ে ৩টা থেকে সাড়ে ৫ টা পর্যন্ত মেডিকেল ক্যাম্পে চিকিৎসা প্রদান করেন শরীয়তপুরের স্পেশালিস্ট হসপিটালের চেয়ারম্যান মেডিসিন ও ডায়াবেটিস বিশেষজ্ঞ ডাক্তার খালেদ শওকত আলী, গাইনি ও বন্ধ্যাত্ব রোগ বিশেষজ্ঞ ডাক্তার তানিয়া খালেদ আলী, শরীয়তপুর সদর হাসপাতালে মেডিকেল অফিসার মা ও শিশু বিশেষজ্ঞ ডাক্তার রোকসনা বিনতে আকবর, মেডিসিন ডায়াবেটিস চর্ম ও যৌন রোগ বিষয়ে অভিজ্ঞ ডাক্তার কাওসার মাদবর, মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার প্রকাশ চন্দ্র বণিক ।
শরীয়তপুর স্পেশালাইজড হসপিটালের চেয়ারম্যান ডাক্তার খালেদ শওকত আলী বলেন, শরীয়তপুর স্পেশালাইজড হসপিটালের পক্ষ থেকে বিনামূল্যে প্রতি মাসে বিভিন্ন ইউনিয়নে সাধারণ মানুষদের চিকিৎসা সেবা প্রদান করে থাকি। ডাক্তার হিসাবে এটা আমাদের একটি মানবিক দায়িত্ব পালন করার চেষ্টা করছি। এই মেডিকেল ক্যাম্পে পাঁচজন মেডিসিন, শিশু, গাইনি, কার্ডিওলজি বিশেষজ্ঞ চিকিৎসক দুই শতাধিক রোগীকে চিকিৎসাসেবা প্রদান করেন। এ সময় বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়।