প্রকাশ: শনিবার, ২১ জানুয়ারি, ২০২৩, ৮:৪৪ পিএম | অনলাইন সংস্করণ
যশোরের ঝিকরগাছায় জাঁকজমকপূর্ণ নানা অনুষ্ঠান আয়োজনের মধ্য দিয়ে ৩দিন ব্যাপি ফুল উৎসব অনুষ্ঠানের সফল পরিসমাপ্তি ঘটেছে। ঝিকরগাছা উপজেলা প্রশাসন প্রথমবারের মতো এই ফুল উৎসবের আয়োজন করে। উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুল হক ফুল উৎসবের ব্যতিক্রমী আয়োজনে সর্বমহলে ব্যাপক প্রশংসা কুঁড়িয়েছে।
গত ১৯জানুয়ারি যশোরের জেলা প্রশাসক মোঃ তমিজুল ইসলাম খাঁন আনুষ্ঠানিকভাবে ফুল উৎসব উদ্বোধন ঘোষণা করেন। গতকাল শনিবার বিকালে প্রধান অতিথি হিসাবে ‘ফুল উৎসব’ অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনের জাতীয় সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অবঃ) ডাঃ নাসির উদ্দিন।
এবারের ফুল উৎসবের পরের দিন সাপ্তাহিক ২দিনের ছুটি থাকায় দূর-দুরন্তের বিপুল সংখ্যক ফুলপ্রেমী দর্শনার্থীদের উপচেপড়া ভীড় লক্ষ্য করা গেছে। এদিন খুলনা-বেনাপোল কমিউটার ট্রেনে ফুল প্রেমী দর্শনার্থীদের চাপে যেন তিল ধারণের ঠাঁই মিলছিলো না। যদিও অন্যান্য দিনগুলোতেও ফুলের রাজ্য গদখালি-পানিসারা হাড়িয়ার বিস্তীর্ণ ফুলের মাঠে ফুলপ্রেমী দর্শনার্থীদের পদভারে থাকে মুখরিত।
এবছর ফুলের রাজ্যে বিদেশী ফুল লিলিয়াম, জারবেরা, টিউলিপ, নন্দিনী রং-বেরং ও বাহারী নানা জাতের ফুলের রাড়তি আকর্ষণ সৃষ্টি করেছে। এসব দেশী-বিদেশী ফুলের মুগ্ধতায় দর্শনার্থীরা দারুণ উচ্ছাসিত। ফুল উৎসব ঘিরে দর্শনার্থীদের মাঝে বাড়তি আকর্ষণ সৃষ্টি করেছিলো ফুলোর বিভিন্ন স্টল, ফুলের নান্দনিক সৌন্দর্যের পসরা সাজানো পার্ক ও বাচ্চাসহ সব বয়সীদের হরেক রকমের বিনোদনের সুব্যবস্থা। ছিলো মনোঞ্জ সাংস্কৃতিক সন্ধ্যার বর্ণিল আয়োজন। ক্যাফে-রেস্টুরেন্ট গুলোতে পরিবেশন করা হয়েছিলো মিষ্টান্ন, গ্রামীণ, চাইনিজসহ নানা উপাদেয় খাবার। প্রশাসনের পক্ষ থেকেও নেওয়া হয়েছিলো পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা।
ফুল উৎসব সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুল হক, ঝিকরগাছা পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ¦ মোস্তফা আনোয়ারা পাশা জামাল, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজা, মহিলা ভাইস চেয়ারম্যান লুবনা তাক্ষী, অফিসার ইনচার্জ সুমন ভক্ত, গঙ্গানন্দপুর ইউপি চেয়ারম্যান আমিনুর রহমান, গদখালি ইউপি চেয়ারম্যান শাহাজান আলী মোড়ল, নাভারণ ইউপি চেয়ারম্যান শাহাজান আলী, নির্বাসখোলা ইউপি চেয়ারম্যান খাইরুজ্জামান, শংকরপুর ইউপি চেয়ারম্যান গোবিন্দ চ্যাটার্জি, উপজেলা আওয়ামীলীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক এড. আব্দুল কাদের আজাদ, সাবেক ছাত্রলীগ নেতা ইমামুল হাবীব জগলু প্রমুখ