প্রকাশ: শুক্রবার, ২০ জানুয়ারি, ২০২৩, ৯:০৬ পিএম | অনলাইন সংস্করণ
গাইবান্ধার সুন্দরগঞ্জ-রংপুর আঞ্চলিক মহাসড়কে বামনডাঙ্গা ইউনিয়নের জামালহাট সংলগ্ন রফিকুল ইসলাম (৬০) নামে বাসের একযাত্রী নিহত ও অন্তঃত ১৫ যাত্রী আহত হয়েছেন।
স্থানীয়রা জানান, শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে সুন্দরগঞ্জ থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস (রংপুর-জ-১১-২২২৪) রংপুর অভিমুখে যাচ্ছিল। বাসটি উক্ত স্থানে পৌঁছিলে বিপরীত দিক থেকে আসা একটি ঔষধবাহী কার্গো ও মোটরসাইকেলকে সাইড দিতে গিয়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই রফিকুল ইসলাম নিহত হন।
এ ঘটনায় বাসের যাত্রীদের মধ্যে আহত হয়েছেন অন্তঃত ১৫ জন। তাদের মধ্যে জাহানুর বেগম নামে এক নারীকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে পাঠানোর পর অন্যান্য আহতদেরকে উদ্ধার করে বিভিন্ন স্থানে ভর্তি করান পুলিশ ও স্বজনরা। নিহত রফিকুল ইসলাম পার্শবর্তী সর্বানন্দ ইউনিয়নের ধনিয়ারকুড়া এলাকার তালুকবাজিত গ্রামের বাসিন্দা। তাৎক্ষণিকভাবে অন্যান্য আহতদের পরিচয় জানাতে পারেননি কেউই।
বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক শফিকুজ্জামান সরকার জানান খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
থানা অফিসার ইনচার্জ সরকার ইফতেখারুল মোকাদ্দেম সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতের বিষয়টি নিশিচত করেছেন।