প্রকাশ: শুক্রবার, ২০ জানুয়ারি, ২০২৩, ৭:৩২ পিএম | অনলাইন সংস্করণ
ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ছুটির দিন শুক্রবার ক্রেতা-দর্শনার্থীরা উপচেপড়া ভিড় দেখা গেছে। ক্রেতা-দর্শনার্থীর ভিড়ে জমে ওঠেছে কেনাবেচাও।
রাজধানীর পূর্বাচলে অবস্থিত বঙ্গবন্ধু বাংলাদেশ চীন মৈত্রী এক্সিবিশন সেন্টারে (বিবিসিএফইসি) শুরু হওয়া ২৭তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার ২০তম দিন শুক্রবার। সকাল থেকেই রাজধানীর বিভিন্ন এলাকা থেকে দর্শনার্থীরা আসতে শুরু করেন।
বেলা বাড়ার সঙ্গে সঙ্গে টিকিট কাউন্টারগুলোয় লাইন বড় হতে থাকে। বিকেলে মেলার চারদিক থেকে দর্শনার্থীর ঢল নামে।
মেলায় সব বয়সের এবং শ্রেণিপেশার মানুষের ভিড় দেখা গেছে। এর মধ্যে সবচেয়ে বেশি ছিলেন নারী দর্শনার্থী। বেশিরভাগই আসেন সপরিবারে। শুধু রাজধানীবাসী নন, আসেন বিভিন্ন জেলার ক্রেতা ও দর্শনার্থীরাও।
ছুটিরদিনে মেলায় লোকসমাগম বেশি হওয়ায় পণ্য বিক্রি আগের দিনগুলোর তুলনায় বেশি দেখা গেছে। মেলার গেট থেকে বের হওয়া বেশিরভাগ ক্রেতার হাতে ছিল ব্যাগভর্তি পণ্য। কেউ কিনেছেন গৃহস্থালি সামগ্রী। আবার কেউ কেনেন নানা প্যাকেজজাত খাদ্যপণ্য। শিশুদের হাতেও ব্যাগভর্তি পছন্দের খেলনা।
১ জানুয়ারি শুরু হওয়া মাসব্যাপী এ মেলা শেষ হবে ৩১ জানুয়ারি। এবার প্রবেশ টিকেটের মূল্য ৪০ টাকা এবং শিশুদের জন্য ২০ টাকা। অনলাইনেও মেলার টিকেট পাওয়া যাবে। বিকাশের মাধ্যমে ৫০ শতাংশ ছাড়ে টিকেট কেনা যাবে।