প্রকাশ: শুক্রবার, ২০ জানুয়ারি, ২০২৩, ৫:৪৪ পিএম | অনলাইন সংস্করণ
নরসিংদী জেলার রায়পুরা উপজেলা একটি বৃহত্তর উপজেলা। ২৪টি ইউনিয়ন ও ০১টি পৌরসভা নিয়ে গঠিত এই উপজেলা। অসম্প্রাদায়িক চেতনায় ধারণ করে দুইশত বছর পূর্বের কালি মন্দিরটি মেঘনা শাখার তীরে মনোরম পরিবেশে অবহীনিত।
এখানে প্রতিনিয়ন হিন্দু ধর্মালম্বীরা মন্দিরস্থলে সহোর্দ্যপূর্ণ ভাবে অনুষ্ঠান ও আনুষ্ঠানিকতা করে আসছে। এতে কোন অপ্রীতিকর ঘটনা ও পরিস্থিতি শিকার হয়নি। প্রতি বছর দুইবার মাঘ ও চৈত্র মাসে বৃহত্তর অনুষ্ঠান হয়। এ অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হিন্দু সম্প্রদায়ের ভক্তবৃন্দ বারোনি স্থান উৎসবে অংশগ্রহণ করেন।
শুক্রবার সকালে কালি মন্দিরটি আকষ্মিক পরিদর্শন করেন রায়পুরা উপজেলা পূজা উৎযাপন পরিষদের নবনির্বাচিত সভাপতি চন্দন কান্তি সাহা, রায়পুরা ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও পৌর কাউন্সিলর সাহেদ আলী ভুট্টু, রায়পুরা পৌরসভা পূজা উৎযাপন পরিষদের সাধারণ সম্পাদক রাজিব গোপ, রায়পুরা কেন্দ্রীয় হিন্দু মিলন মন্দিরের সাধারণ সম্পাদক সমীর রায়, কোষাধ্যক্ষ জীতেন্দ্র সাহা, নরসিংদী জেলা পূজা উৎযাপন পরিষদের সদস্য সবুজ নন্দী, রায়পুরা উপজেলা পূজা উৎযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক শান্ত বণিক, আওয়ামী লীগের সহ দপ্তর সম্পাদক প্রাণ কৃষ্ণ গোস্বামী, কালী মন্দিরের সভাপতি টিটু রঞ্জন রায় প্রমুখ।