নরসিংদীতে অটোরিক্সা মালিক-শ্রমিকের নিয়ে সচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) বিকেলে নরসিংদীর রায়পুরা উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নের সজল ভূঁইয়া এলপিজি এন্ড ফিলিং স্টেশনে রায়পুরা থানা পুলিশের আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রায়পুরা থানা অফিসার ইনচার্জ আজিজুর রহমান, নরসিংদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর শাহ্, সাহিত্য সংস্কৃতির সম্পাদক সজল ভূঁইয়া, আমিরগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফরিদ উদ্দিন, এএস আই রাসেল সরদার, আমিরগঞ্জ ইউনিয়নের ইউপি সদস্য ডা. জাহাঙ্গীর আলম, অটোরিক্সা মালিক সমিতির সভাপতি মোস্তফা ভূইয়া সহ উপজেলায় কর্মরত বিভিন্ন অটোচালক ও মালিকেরা।
এ সময় বক্তারা সড়কে চলাচলের ক্ষেত্রে অটোরিক্সা চালকের ঝুঁকি ও করণীয় নিয়ে অটোরিক্সা মালিক ও শ্রমিকদের সচেতন করেন।
রায়পুরা থানা অফিসার ইনচার্জ আজিজুর রহমান অটোরিক্সা চালকের উদ্দেশ্য করে বলেন, আপনারা অটোরিক্সা নিয়ে রাস্তায় বের হলে কোন ধরনের বিপদের আঁচ করতে পারলে দ্রুত ৯৯৯ এ যোগাযোগ করার পরামর্শ দেন। এছাড়া অপরিচিত রাস্তা পরিহার, অনৈতিক প্রলোভনে প্রলুব্ধ না হওয়া, অতিরিক্ত ভাড়ার লোভ পরিহার করা, গভীর রাতে এবং ভোরে বেশি ভাড়ার আশায় অপরিচিত রাস্তায় না যাওয়া, সন্দেহ ভাজন ক্ষেত্রে মহাসড়কে প্রাইভেটকার বা মাইক্রোবাসের কাছে অটোরিক্সা দাঁড় করানো থেকে বিরত থাকা সহ চালকের বিভিন্ন ঝুঁকি ও নিরাপত্তার উপর পরামর্শ দেন তিনি।