প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ জানুয়ারি, ২০২৩, ৯:৩৮ পিএম | অনলাইন সংস্করণ
নাইক্ষ্যংছড়ির ঘুমধুম উইনিয়নের ২নং ওয়ার্ডের কুনার পাড়া রোহিঙ্গা আশ্রয় শিবিরের থাকা প্রায় তিন হাজারের বেশি নারী পুরুষ বাচ্ছা সহ বাংলাদেশের ভিতরে চলে আসার খবর পাওয়া গেছে।
কক্সবাজার ৩৪ বিজিবি অধিনস্হ তুমব্রু এলাকা ও পার্শ্ববর্তী তুমব্রু জিরো লাইনস্হ কোনার পাড়া রোহিঙ্গা শিবির থেকে তুমব্রু কোনার পাড়া জিরো লাইনস্হ রোহিঙ্গা ক্যাম্পের বসবাসকারী রোহিঙ্গাদের বাংলাদেশের অভ্যন্তরে অনুপ্রবেশ করেছে সকাল ১১টা থেকে।
বুধবার ভোর ৫টা ২০ মিনিট থেকে তুমব্রু জিরো লাইনস্হ রোহিঙ্গ্যা ক্যাম্পে বসবাসকারী প্রায় তিন হাজার রোহিঙ্গ্যা নারী-পূরুষ বাংলাদেশের অভ্যন্তরে নাইক্ষ্যংছড়ি উপজেলাধীন তুমব্রু বিওপির তুমব্রু কোনার পাড়া, মধ্যমপাড়া, উত্তর পাড়া, কুমার পাড়া এলাকায় অনুপ্রবেশ করে অবস্থান নিয়েছে। বর্তমানে তারা বাংলাদেশের অভ্যন্তরে অবস্থান করছে।
জিরো লাইনে অবস্থিত ক্যাম্পের অভ্যন্তরে বিভিন্ন ঘরবাড়িতে অগ্নি সংযোগ করা হয়েছে এবং উভয় গ্রুপের মধ্যে তুমুল সংঘর্ষ গুলাগুলি চলমান বলে জানা যায়।
এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমেন শর্মার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন,বিভিন্ন ভাবে জেনেছেন বিষয়টি, চলামান পরিস্থিতি সাভাবিক হলে তারা তাদের শূন্য রেখার আশ্রয় শিবিরে ফিরে যাবেন।
যোগাযোগ করা হলে ঘুমধুম ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আজিজ ফোন রিসিভ করেননি।