প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ জানুয়ারি, ২০২৩, ৯:৩৬ পিএম | অনলাইন সংস্করণ
সিসি ক্যামেরা না থাকলেও উপ-নির্বাচনের কেন্দ্রে কেন্দ্রে আইন-শৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন থাকবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা।
বৃহস্পতিবার বিকালে চাঁপাইনবাবগঞ্জে দুটি আসনের উপ-নির্বাচনে অংশ নেয়া প্রার্থীদের সঙ্গে মত বিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
রাশেদা সুলতানা বলেন, তফশীল ঘোষণার পরপরই সংশ্লিষ্ট জেলার প্রশাসক ও পুলিশ সুপারদের সঙ্গে দফায় দফায় যোগাযোগ করেছে নির্বাচন কমিশন। এরইমধ্যে নিরাপত্তা বলয়ের মধ্য দিয়ে যাতে উপ-নির্বচন অনুষ্ঠিত হয় তার যাবতীয় ব্যবস্থা করা হয়েছে।
তিনি আরো বলেন, গাইবান্ধার একটি নির্বাচন দিয়ে পুরো ইভিএম পদ্ধতিকে বিবেচনা করলে হবে না। গাইবান্ধার পরও এই নির্বাচন কমিশন আরো বেশ কয়েকটি নির্বাচন করেছে কোনো অভিযোগ ছাড়াই।
সভায় নির্বাচন কমিশনের যুগ্ম সচিব ফরহাদ আহমেদ খান, জেলা প্রশাসক এ কে এম গালিভ খান, রাজশাহীর আ লিক নির্বাচন কর্মকর্তা দেলোয়ার হোসেন, চাঁপাইনবাবগঞ্জর পুলিশ সুপার এ এইচ এম আব্দুর রকিবসহ চাঁপাইনবাবগঞ্জ-২ ও ৩ আসনের উপ-নির্বাচনে অংশ নেয়া ৯ প্রার্থী উপস্থিত ছিলেন।
এর আগে সকালে নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা নাচোল উপজেলা পরিষদ মিলনায়তনে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের নির্বচনের প্রিজাইডিং কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় করেন।