প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ জানুয়ারি, ২০২৩, ৯:২৭ পিএম | অনলাইন সংস্করণ
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার মাধ্যমিক স্তরের চলতি সনের সাড়ে ১১ হাজার পাঠ্যবই পাচারের মামলা তদন্ত শুরু করেছেন জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
বুধবার সুন্দরগঞ্জ ডিডব্লিউ সরকারী কলেজ প্রাঙ্গনে তদন্ত কাজ পরিচালনা করেন ডিবি ওসি মোখলেছুর রহমান। এসময় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাহমুদ হোসেন মন্ডল, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এরআগে গত রবিবার (১৫ জানুয়ারী) দিনগত রাতে ট্রাকযোগে মাধ্যমিক স্তরের চলতি সনের সাড়ে ১১ হাজার পাঠ্যবই পাচারকালে সিরাজগঞ্জের যমুনা সেতু (পশ্চিম) থানা পুলিশ আটক করে। এসময় ট্রাকের চালক ২ শহদর শ্যামল ও রাশেলকে প্রাথমিক জিজ্ঞাসাবাদেপ্রাপ্ত তথ্যের ভিত্তিতে উপজেলা শিক্ষা অফিস সহকারী মাজেদুর রহমানসহ ৩ জনকেই এ মামলায় গ্রেপ্তার করে সুন্দরগঞ্জ ও যমুনা সেতু (পশ্চিম) থানা পুলিশ।
এ ব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বাদী হয়ে পরের দিন (সোমবার) থানায় মামালা করেন। এ মামলার বাদীকে ঘিরে সর্বত্র নানান প্রশ্নের ঝড় উঠেছে বলে জানা যায়।
মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি ওসি মোখলেছুর রহমান সরকার জানান, তদন্তের স্বর্থে এখনই কিছু বলা যাচ্ছেনা।