প্রকাশ: রোববার, ১ জানুয়ারি, ২০২৩, ৮:৩০ পিএম | অনলাইন সংস্করণ
শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে মাগুরার শালিখায় বই বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার(১ জানুয়ারি) সকাল ১০ টায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে উপজেলার ৫৬ টি শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে বই বিতরণ করা হয়েছে। উপজেলা সদর আড়পাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণ করে এ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড: কামাল হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসমিন মনিরা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাজী শফিউল ইসলাম, আড়পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মুন্সী আবু হানিফ প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ্যাড: কামাল হোসেন বলেন, একটি বই একজন শিশুর মেধাবিকাশের অন্যতম হাতিয়ার তাই জননেত্রী শেখ হাসিনা বছরের শুরুতে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ বিনির্মাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসমিন মনিরা বলেন, নতুন বছরে নতুন বই এটি একটি সাফল্যের বহিঃপ্রকাশ তাই বই পড়ে জ্ঞান অর্জন করে দেশ ও দশের কল্যাণে নিজেদেরকে সম্পৃক্ত করতে শিক্ষার্থীদের আহ্বান জানান তিনি।
কয়েকজন শিক্ষার্থীর সাথে কথা বললে তারা জানান, বছরের শুরুতে নতুন বই পেয়ে আমরা অনেক আনন্দিত এবং উচ্ছাসিত।
উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, এ বছর প্রাথমিক, মাধ্যমিক ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের ৫৬ টি শিক্ষা প্রতিষ্ঠানের ৩৫ হাজার ৩ শত শিক্ষার্থীদের মাঝে ২ লক্ষ ৩৯ হাজার ১ শত কপি বই বিতরণ করা হয়েছে। তবে কারিকুলাম পরিবর্তন এবং নতুন বইয়ের সংযোজন হওয়ায় মোট চাহিদা থেকে ৫১ হাজার ৮ শত ৪০ কপি বই কম পাওয়ায় প্রাথমিক ও মাধ্যমিকে ৯৫ শতাংশ এবং মাদ্রাসার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ৬০ শতাংশ বই প্রদান করা হয়েছে।