প্রকাশ: রোববার, ১ জানুয়ারি, ২০২৩, ৮:১০ পিএম | অনলাইন সংস্করণ
কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে আনন্দমুখর পরিবেশে সারা দেশের ন্যায় ভুরুঙ্গামারী মহিলা দাখিল মাদ্রাসায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক বিনামূল্যে বই বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে। নতুন বই হাতে পেয়ে উচ্ছ্বাসিত শিক্ষার্থীরা।
রবিবার (১ জানুয়ারী) সকাল ১১ টায় ভুরুঙ্গামারী মহিলা দাখিল মাদ্রাসা হলরুমে অনুষ্ঠিত বই বিতরণ উৎসবে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভুরুঙ্গামারী মহিলা দাখিল মাদ্রাসার সভাপতি ও উপজেলা চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী খোকন। স্বাগত বক্তব্য রাখেন মাদ্রাসার সুপার গোলাম মোস্তফা, ম্যানেজিং কমিটির সদস্য আনোয়ার হোসেন। অনুষ্ঠানটি স ালনা করেন ভুরুঙ্গামারী মহিলা দাখিল মাদ্রাসার শিক্ষক আলক্তগীন সরকার খোকন। এছাড়াও এ উপজেলায় মাধ্যমিক, নি¤œমাধ্যমিক, সরকারী প্রাথমিক, বে-সরকারী প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডাগার্টেনগুলোতেও বই উৎসব অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সুত্রে জানা গেছে, এ উপজেলায় ১৯টি মাদ্রাসা, ৩৪টি এবতেদায়ী মাদ্রাসা, মাধ্যমিক ও নি¤œমাধ্যমিক সহ ৩৪টি বিদ্যালয়ে বই দেয়া হয়েছে।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জোর্তিময় চন্দ্র সরকার জানান, সরকারী নির্দেশনা মোতাবেক ১১২টি সরকারী প্রাথমিক বিদ্যালয় সহ বে-সরকারী প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেনগুলোতেও সুষ্ঠু ও সুন্দর পরিবেশে বই বিতরন করা হয়েছে।