প্রকাশ: রোববার, ১ জানুয়ারি, ২০২৩, ৮:০৭ পিএম | অনলাইন সংস্করণ
বছরের প্রথম দিনটি উদ্ভাসিত হয়েছিল ক্ষুদে শিক্ষার্থীদের হাসির আলোয়। রায়গঞ্জে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত বিনামূল্যে বই বিতরণ করা হয়।
রবিবার সকাল সাড়ে ১১ টায় উপজেলার নিমগাছি বহুমুখী উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। বই উৎসব অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও সোনাখাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু হেনা মোঃ মোস্তফা কামাল রিপন। “দিন বদলের বইছে হাওয়া, শিক্ষাই আমার প্রথম চাওয়া/ নতুন বই সবাই নেবো, লেখাপড়ায় মন দেবো” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বই উৎসব ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। একইভাবে রবিবার সকাল ১০টা থেকে উপজেলার মোট ২২৫টি প্রাথমিক বিদ্যালয় ও ৩৮টি উচ্চবিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় বই উৎসব।
অনুষ্ঠানে অংশ গ্রহনকারী প্রাথমিক ও উচ্চবিদ্যালয়ের মোট শিক্ষার্থী সংখ্যা ছিল ৫৩ হাজার ৩৭১। পাঠ্যবইয়ের মধ্যে ছিল বাংলা, ইংরেজী, গনিত, বিজ্ঞান, বাংলাদেশ ও বিশ^ পরিচয় এবং ধর্ম ও নৈতিক শিক্ষা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় এমপি অধ্যাপক ডাঃ আব্দুল আজিজ।
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আ’লীগ সভাপতি আব্দুল হাদি আলমাজি জিন্নাহ, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ হৃদয়, উপজেলা শিক্ষা অফিসার মো. আপেল মাহমুদ, নিমগাছি বহুমুখী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান জিন্নাহ, অত্র স্কুলের প্রবিন শিক্ষক মোঃ পিয়ার আলী, রায়গঞ্জ প্রেসক্লাবের সভাপতি কে এম রফিকুল ইসলাম ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।