প্রকাশ: রোববার, ১ জানুয়ারি, ২০২৩, ৮:০৪ পিএম | অনলাইন সংস্করণ
‘মান সম্মত শিক্ষা শেখ হাসিনার দিক্ষা’ এই স্লোগান সামনে রেখে সারা দেশের মত চুয়াডাঙ্গা জেলায় বই উৎসব পালিত হয়েছে। জেলা ও উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে চুয়াডাঙ্গা কেদারগঞ্জ মডেল প্রাথমিক বিদ্যালয় মাঠে আজ রবিবার সকাল সাড়ে ৯টায় বই উৎসবের আয়োজন করা হয়। উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হতে বিনামূল্যের বই তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান।
চুয়াডাঙ্গা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোস্তাফিজার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বই উৎসব অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাজমুল হামিদ রেজা, উপজেলা নির্বাহী অফিসার শামীম ভূইয়া,মহিলা ভাইস চেয়ারম্যান সাহাজাদী মিলি, উপজেলা শিক্ষা অফিসার উত্তম কুমার কুন্ড,সহকারী শিক্ষা অফিসার ফিরোজুল ইসলাম, আবিদ আজাদ,বিএম রফিকুল ইসলাম ও মাসুমা আক্তার।
জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, চুয়াাডাঙ্গার সদর উপজেলায় বইয়ের চাহিদা রয়েছে ৩ লাখ ৫৮ হাজার ১১০টি, পাওয়া গেছে ৩ লাখ ১৩ হাজার ২৭৫টি, আলমডাঙ্গা উপজেলায় বইয়ের চাহিদা রয়েছে ৬ লাখ ৭ হাজার ১০০টি, পাওয়া গেছে ৪ লাখ ৮৫ হাজার ১৫০টি, দামুড়হুদা উপজেলায় বইয়ের চাহিদা রয়েছে ৩ লাখ ৭৩ হাজার ২৭৫টি, পাওয়া গেছে ৩ লাখ ৮ হাজার ৫০০টি ও জীবননগর উপজেলায় বইয়ের চাহিদা রয়েছে ২ লাখ ৫৫ হাজার ৫৫০টি, পাওয়া গেছে ১ লাখ ৮৭ হাজার ৬৮০টি। এখনও ৪টি উপজেলায় ২ লাখ ৯৯ হাজার ৩৮০টি বই পাওয়া যায়নি। খুব শিগ্রই বাকী বই চুয়াডাঙ্গায় এসে পৌঁছুবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।