প্রকাশ: শনিবার, ৩১ ডিসেম্বর, ২০২২, ১১:২৭ পিএম | অনলাইন সংস্করণ
আজকে যারা ভোরের পাতা সংলাপে সংযুক্ত আছেন তাদের সবাইকে অগ্রিম নববর্ষের শুভেচ্ছা জানাই এবং সাথে দেশবাসীসহ পৃথিবীবাসীকেও নববর্ষের শুভেচ্ছা জানাই। নতুন বছরে আমাদের প্রত্যাশা থাকবে মুক্তিযুদ্ধের মূল দর্শন অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশে উন্নয়নের সুবাতাস ছড়িয়ে দিতে হবে বাঙলার প্রতিটি ঘরে ঘরে।
দৈনিক ভোরের পাতার নিয়মিত আয়োজন ভোরের পাতা সংলাপের ৯৩৪তম পর্বে এসব কথা বলেন আলোচকরা। ভোরের পাতা সম্পাদক ও প্রকাশক ড. কাজী এরতেজা হাসানের নির্দেশনা ও পরিকল্পনায় অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের অধ্যাপক, জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ পরিষদের (জানিপপ) চেয়ারম্যান ড. নাজমুল আহসান কলিমউল্লাহ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ভোরের পাতার বিশেষ প্রতিনিধি উৎপল দাস।
উৎপল দাস বলেন, নতুন বছর আমাদের জন্য নতুন বার্তা নিয়ে আসছে। আমরা সকল চ্যালেঞ্জ মোকাবিলা করে আরও সমৃদ্ধ একটি বাংলাদেশ গড়ে তুলবো। নতুন আমাদের আরও বহুদূর যেতে হবে এবং এই যাত্রায় আমাদের আরও দ্রুত গতিতে এগিয়ে যাবো। বাংলাদেশকে নিয়ে আমাদের প্রত্যাশা অবশ্যই সুন্দর হবে যদি আমরা আমাদের শিকড়ে ফিরে যেতে পারি। আমাদের শিকড় হচ্ছে একাত্তর, আমাদের শিকড় হচ্ছে অসাম্প্রদায়িক গণতান্ত্রিক বাংলাদেশ, মুক্তিযুদ্ধের যে চেতনা ও মূল্যবোধকে ধারণ করে এগিয়ে যেতে হবে। আমাদের উন্নয়নের সাথে সাথে সেই অসাম্প্রদায়িক মূল্যবোধের প্রতিষ্ঠা করতে হবে। তাতেই বঙ্গবন্ধুর কাক্সিক্ষত স্বপ্নের চূড়ান্ত বাস্তবায়ন হবে। আনন্দ-উল্লাসের পাশাপাশি আমরা অঙ্গীকার করি, নতুন বছরে নতুনভাবে চলতে। নতুনভাবে জীবনযাপন করতে, নতুন স্বপ্ন ও সম্ভাবনাকে কাজে লাগাতে। নতুন বছরে আমাদের প্রত্যাশা থাকবে মুক্তিযুদ্ধের মূল দর্শন অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশে উন্নয়নের সুবাতাস ছড়িয়ে দিতে হবে বাঙলার প্রতিটি ঘরে ঘরে।