শুক্রবার ২২ নভেম্বর ২০২৪ ৭ অগ্রহায়ণ ১৪৩১

শিরোনাম: বিএনপির বড় বিশৃঙ্খলার চেষ্টা আ.লীগের সতর্কতায় বিফল: তথ্যমন্ত্রী   সংকটকে সম্ভাবনায় রূপ দিতে কাজ করছে সরকার: কাদের   নাটোরে ট্রেনে কাটা পড়ে ৩ জনের মৃত্যু   ‘কিছুই করি নাই শ্রেণিটা’ চোখ থাকতেও দেখে না: প্রধানমন্ত্রী   রাজকে আমার জীবন থেকে ছুটি দিয়ে দিলাম: পরীমনি   সৌদি আরবের ক্লাবে যোগ দিলেন রোনালদো   বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
বিশ্বে একদিনে করোনায় শনাক্ত সাড়ে ৪ লাখের বেশি
ভোরের পাতা ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৩০ ডিসেম্বর, ২০২২, ১০:১১ এএম | অনলাইন সংস্করণ

বিশ্বজুড়ে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ৫১৩ জন এবং নতুন করে সংক্রমিত হয়েছেন ৪ লাখ ৬৫ হাজার ৪৪১ জন।

শুক্রবার (৩০ ডিসেম্বর) সকালে বৈশ্বিক পর্যায়ে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার আপডেট দেওয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য জানা গেছে।

ওয়ার্ল্ডোমিটারসের তথ্যানুযায়ী, এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৬৬ লাখ ৯৩ হাজার ৫৪৯ জন। রোগী শনাক্ত হয়েছেন ৬৬ কোটি ৩৮ লাখ ১২ হাজার ৭৯ জন। এছাড়া সুস্থ হয়ে উঠেছেন ৬৩ কোটি ৫৯ লাখ ৯২৩ জন।

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটেছে জাপানে। দৈনিক প্রাণহানির তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। এ তালিকায় এরপরই রয়েছে, ফ্রান্স, ব্রাজিল, কলম্বিয়া, দক্ষিণ কোরিয়া, হংকং, রাশিয়া, চিলি ও তাইওয়ানের মতো দেশগুলো।

জাপানে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন ১ লাখ ৯২ হাজার ৬৩ জন এবং মারা গেছেন ৪২০ জন। করোনা মহামারির শুরু থেকে পূর্ব এশিয়ার এই দেশটিতে এখন পর্যন্ত ২ কোটি ৮৯ লাখ ৫৬ হাজার ২৮৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ৫৬ হাজার ৬৪৮ জন মারা গেছেন।

সংক্রমণের দিক থেকে চতুর্থ ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে ২৪ ঘণ্টায় মারা গেছেন ১৩০ জন এবং সংক্রমিত হয়েছেন ২৭ হাজার ২৬৯ জন। এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৩ কোটি ৬৩ লাখ ২ হাজার ৪১৫ জন এবং মারা গেছেন ৬ লাখ ৯৩ হাজার ৭৩৪ জন।

যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়েছেন ৩২ হাজার ১৯৭ জন এবং মারা গেছেন ২৩৯ জন। করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এ দেশটিতে এখন পর্যন্ত মোট শনাক্ত ১০ কোটি ২৪ লাখ ৭৭ হাজার ৯২৯ জন এবং মারা গেছেন ১১ লাখ ১৭ হাজার ৭৫১ জন।

রাশিয়ায় গত ২৪ ঘণ্টায় নতুন করে ভাইরাসে সংক্রমিত হয়েছেন ৬ হাজার ১৪৬ জন এবং মারা গেছেন ৫৬ জন। এছাড়া মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ২ কোটি ১৭ লাখ ৮৭ হাজার ১৭২ জন এবং মৃত্যু হয়েছে ৩ লাখ ৯৩ হাজার ৬০৪ জনের।

ফ্রান্সে একদিনে সংক্রমিত হয়েছেন ২৪ হাজার ৪৩৬ জন এবং মারা গেছেন ১৩২ জন। দেশটিতে এ পর্যন্ত ৩ কোটি ৯২ লাখ ৭০ হাজার ৩৭৩ জন শনাক্ত এবং ১ লাখ ৬১ হাজার ৮৪৭ জনের মৃত্যু হয়েছে।

দক্ষিণ কোরিয়ায় একদিনে নতুন সংক্রমিত হয়েছেন ৭১ হাজার ৪২৭ জন এবং মারা গেছেন ৭৬ জন। এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত ২ কোটি ৮৯ লাখ ৩১ হাজার ১৪০ জন এবং মারা গেছেন ৩২ হাজার ২৭ জন।

তাইওয়ানে গত ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়েছেন ২৭ হাজার ৯৫৫ জন এবং মারা গেছেন ৩৬ জন। এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত ৮৭ লাখ ৯৪ হাজার ২১২ জন এবং মৃত্যু হয়েছে ১৫ হাজার ১৮১ জনের।

এছাড়া বিশ্বের অন্য দেশগুলোর মধ্যে গত ২৪ ঘণ্টায় কলম্বিয়ায় ১০৩ জনের মৃত্যু হয়েছে এবং সংক্রমিত হয়েছেন ৬ হাজার ৭৭৬ জন। একই সময়ে মেক্সিকোতে ২৮ জনের মৃত্যু এবং সংক্রমিত ৫ হাজার ৯৬৮ জন, চিলিতে ৫১ জনের মৃত্যু এবং সংক্রমিত ৬ হাজার ১২৫ জন, অস্ট্রেলিয়ায় ২৪ জনের মৃত্যু এবং সংক্রমিত ২ হাজার ৭৩৭ জন, ফিলিপাইনে ২৩ জনের মৃত্যু এবং সংক্রমিত ৬১৯ জন এবং হংকংয়ে ৬২ জনের মৃত্যু এবং সংক্রমিত হয়েছেন ২৪ হাজার ৮৯৫ জন।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
http://www.dailyvorerpata.com/ad/Screenshot_1.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]