প্রকাশ: শুক্রবার, ৩০ ডিসেম্বর, ২০২২, ২:৫২ এএম | অনলাইন সংস্করণ
একটি প্রশ্ন? আপনার কাছ থেকে ৩৬৫ ডলার হারিয়ে গেলে আপনি খুশি হবেন
নাকি আফসোস করবেন?
এই রাতে প্রথমত এই রাত উদযাপন করতে হবে এটা কোথা থেকে আমাদের সমাজে আসলো? এই রাতে খুশী উৎযাপন করা উচিত নাকি আফসোস করা উচিত? আসলে আমরা পশ্চিমাদের কালচারে এত বেশী প্রভাবিত হয়ে গিয়েছি যে তাদের ভাল খারাপ নির্বিচারে আমরা নিজেদের কালচারে পরিণত করছি। তাদের কাছে তো সঠিক জ্ঞান নেই তাই তারা যা ইচ্ছা করে। কিন্তু আমাদের তো সঠিক পথ প্রদর্শক আছেন, আমরা কেন তাদেরকে অনুকরণ করবো যাদের নিজেদের জ্ঞানের কোন ভিত্তি নেই? উসামার পক্ষ থেকে এই প্রশ্ন আপনার বিবেকের কাছে! এখন আসি এই রাতে কি খুশি, গানবাজনা, রাস্তায় ছেলে মেয়ে একসাথে বের হয়ে কিছু নির্লজ্জ কাজ করা! গাড়ি মোটরবাইক নিয়ে শোডাউন দেওয়া। আর কিছু এমন অপ্রীতিকর ঘটনা ঘটানো, যা জাতির জন্য কলঙ্ক বয়ে নিয়ে আসে।
এগুলো করার জন্য কি এই রাত?
এই রাতে কি করণীয়?
এই রাত হলো বছরের শেষ রাত
এখনো আরেকটি বছর আমি পাইনি। ৩৬৫ দিন আমার জীবন থেকে চলে গেলো। সামনের ৩৬৫ দিন আমি পাব কিনা জানিনা। কোন বুদ্ধিমান মানুষ যেই জিনিস এখনো অর্জন হয়নি সেটা উদযাপন করবেনা। বরং বিগত দিনগুলোতে সে কতটুকু অর্জন করতে পেরেছে সেগুলো হিসাব করে সংরক্ষণ করার চেষ্টা করবে! কোন কমি থেকে থাকলে সেটার জন্য অনুতপ্ত হবে। সামনের জন্য
নিজেকে হুশিয়ার করবে! কিন্তু আমরা কি করছি?
থার্টিফার্স্ট নাইট এ আমাদের জীবনের অমূল্য ৩৬৫ টি দিন বিগত হয়ে গিয়েছে।
তার সঠিক ব্যবহার আমি করতে পারিনি। ৩৬৫ দিন কত গুনাহ আমি করেছি??
আমার চোখ, আমার মুখ, আমার কান, আমার হাত, আমার পা, আমার কথার কথা দ্বারা কত ক্ষতি হয়েছে। তার জন্য অনুতপ্ত না হয়ে যেই ৩৬৫ দিন এখনো পাইনি তার জন্য পাগলের মত উদযাপন করা কতটুকু যুক্তি সংগত? একটু নিজেদের বিবেক কে জিজ্ঞেস করি?? আমি কি এই রাতে নিজের বিগত দিনগুলোর হিসাব নিতে পারিনা! কত টুকু ভাল হয়েছে? কতটুকু খারাপ? সেটাকে পরিপূর্ণ করার চেষ্টা করি, আল্লাহ আমাদের সময়ের মূল্য বুঝার তাওফিক দান করেন। আমীন। যেই সময়টা চলে গিয়েছে আর ফিরত পাবনা। সময়ের কদর করি।
সবাইকে নতুন বছরের শুভেচ্ছা অবশ্যই দেই। তবে তার সাথে সাথে বিগত দিনগুলোর হিসাব করার কথা স্মরণ করিয়ে দেই।