প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০২২, ৩:০৬ এএম | অনলাইন সংস্করণ
জার্মানিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালন করেছে জার্মান আওয়ামী লীগ। সম্প্রতি জার্মানির রাঙ্কফুর্ট শহরে একটি হোটেলে হেসেন আওয়ামী লীগের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আনোয়ারুল কবির।
এ সময় আলোচনা সভায় বক্তারা জাতির পিতার মহীয়ান জীবন ও বাংলাদেশের জন্য তার অবদান শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন।
বক্তরা বলেন, বাঙালি জাতির ইতিহাসে সবচেয়ে গৌরবোজ্জ্বল অধ্যায় হচ্ছে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা। আর এই গৌরবোজ্জ্বল অধ্যায়ের মহানায়ক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। জাতির পিতার আদর্শ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে। বঙ্গবন্ধুর প্রদর্শিত পথে সোনার বাংলার জন্য সোনার মানুষ তৈরি করতে হবে।
আলোচনা শেষে বাংলাদেশ আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং জননেতা ওবায়দুল কাদের পুনরায় আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হাওয়ায় এবং বাংলাদেশ আওয়ামী লীগের নব নির্বাচিত সকল নেতাকে জার্মান আওয়ামী লীগের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়।
জার্মান আওয়ামী লীগের সভাপতি মিজানুর হক খানের সভাপতিত্বে জার্মান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোবারক আলী ভূঁইয়া সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তব্য দেন মোহাম্মদ শাহাবুদ্দিন, মাবু জাফর স্বপন, আ. আজিজ চৌধুরী , খালেকউজ্জামান, খান লিটন, বাবু সরদার কামাল ভূঁইয়া, ফিরোজ আহমেদ, আসাদউজ্জামান মোল্লা, আলমগীর আলী আলম, মুরার মাহামুদ বেপারী, কামাল বেপারী, সেলিম ভূঁইয়া, এনাম চৌধুরী, ইমরান, ইকবাল আহমেদ, ইকবাল হোসাইন, সানাউল্ল্যাহ, তারেক চৌধুরী, রাসেল মাহমুদ, গালিব, হুমায়ুন কবীর, শংকর বাবুসহ আরও অনেকেই।