প্রকাশ: বুধবার, ২৮ ডিসেম্বর, ২০২২, ৯:১১ পিএম | অনলাইন সংস্করণ
ঢাকার সাভারে ডিবি পুলিশ পরিচয় দিয়ে টাকা আত্মসাৎ এর ঘটনায় দুই প্রতারককে আটক করেছে ঢাকা জেলা (উত্তর) ডিবি পুলিশ। এ সময় তাদের নিকট থেকে প্লাস্টিকের একটি খেলনা পিস্তল উদ্ধার করা হয়েছে।
বুধবার (২৮ ডিসেম্বর) দুপুরে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ মো রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব।
এর আগে মঙ্গলবার (২৭ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে সাভারের কর্নপাড়া এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
আটকরা হলো- গাইবান্দা জেলার সুন্দরগঞ্জ দানার চরিতাবাড়ী এলাকার আবুল হোসেনের ছেলে মাহাবুর রহমান ওরফে মিন্টু (২৭) ও একই এলাকার মৃত শহিদুল ইসলামের ছেলে ওমর ফারুক (৩৪)। এদের মধ্যে মিন্টু সাভারের উলাইল কর্ণপাড়া এলাকায় ও ওমর ফারুক সাভারের পশ্চিম ব্যাংক টাউন এলাকায় ভাড়া বাসায় থাকতো বলে জানা যায়।
অভিযোগে প্রকাশ, রাজু খন্দকার (৩৪) নামের এক ব্যাক্তি তারা ডিবি অফিসার পরিচয় দিয়ে থানার নিলামের হায়েস গাড়ী পাইয়ে দেওয়ার নাম করে এক লক্ষ একানব্বই হাজার পাঁচশত টাকা আত্মসাত করেছে। এমন সংবাদের ভিত্তিতে সাভারের কর্নপাড়া এলাকায় অভিযান চালিয়ে দুইজনকে আটক করা হয়।
ঢাকা জেলা উত্তর (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ মো রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব জানান, আটককৃতদের জিজ্ঞাসাবাদে তারা ভুয়া পুলিশ পরিচয় দিয়ে টাকা আত্মসাতের ঘটনাটি স্বীকার করেছে। এ সময় তাদের নিকট থেকে প্লাস্টিকের খেলনা পিস্তল উদ্ধার করা হয়। তারা নিজেদেরকে ডিবি অফিসার পরিচয় দেয়ার সময় বিভিন্ন স্থানে খেলনা পিস্তল প্রদর্শন করত।