প্রকাশ: মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০২২, ২:২৪ এএম | অনলাইন সংস্করণ
রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনের ভোটগ্রহণ আজ মঙ্গলবার। এ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা শেষ হয়েছে রোববার মধ্যরাতে। টানা সতেরো দিনের প্রচার উৎসব শেষে আজ ভোট উৎসবে মাতবেন রংপুর নগরবাসী।
এই নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবেন সোয়া ৪ লাখের বেশি ভোটার। এর মধ্যে তৃতীয় লিঙ্গের (হিজড়া) ভোটার মাত্র একজন। নির্বাচন কমিশন বলছেন, রংপুর সিটি করপোরেশনে ২০১৭ সালের নির্বাচনে ভোটার ছিল ৩ লাখ ৯৩ হাজার ৯৯৪ জন। এবার নতুন ভোটার যুক্ত হয়েছে ৩২ হাজার ৪৭৬ জন।
বর্তমানে সিটির ৩৩টি ওয়ার্ডে মোট ভোটার ৪ লাখ ২৬ হাজার ৪৭০ জন। ভোটার তালিকা অনুযায়ী মোট ভোটারের মধ্যে তৃতীয় লিঙ্গের একজন আছেন। রোববার বিকেলে রংপুর সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা আবদুল বাতেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন। সূত্র মতে
জানা যায়, রংপুর সিটি করপোরেশনের ৩৩টি ওয়ার্ডের মোট জনসংখ্যা প্রায় ১০ লাখ। ভোটার চার লাখ ২৬ হাজার ৪৭০ জন। এর মধ্যে নারী ভোটার দুই লাখ ১৪ হাজার ১৬৬
জন, পুরুষ দুই লাখ ১২ হাজার ৩০৩ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার একজন। তৃতীয়বারের মতো অনুষ্ঠিতব্য রংপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে ৯ জন, সাধারণ কাউন্সিলর পদে ১৮৩ জন, সংরক্ষিত কাউন্সিলর পদে ৬৮ জনসহ সর্বমোট ২৬০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নির্বাচনকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের কথা জানিয়ে পুলিশ কমিশনার নুরে আলম মিনা বলেন, নির্বাচনে ভোটকেন্দ্র এবং কেন্দ্রের বাইরে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোতায়েন থাকবেন। সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটগ্রহণে কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।