প্রকাশ: সোমবার, ২৬ ডিসেম্বর, ২০২২, ৮:৩৫ পিএম | অনলাইন সংস্করণ
কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করতে নেমে অজ্ঞান হয়ে ইকবাল হোসেন নামের এক পর্যটকের মৃত্যু হয়েছে।
আজ বেলা ১২,টার দিকে সৈকতের সুগন্ধা পয়েন্টে এই দুর্ঘটনা ঘটে। ইকবাল ঢাকার গাজীপুর টংগী এলাকার বাসিন্দা এবং পেশায় একজন ঠিকাদার ছিলেন।
তবে নিহত ইকবাল এর মেয়ে সিরাজ জাহান মণিরা ও ছেলে মনোয়ার হোসেন পাপ্পু হাসপাতালে বিলাপ করে গণমাধ্যম কর্মীদের অভিযোগ করেন, "সৈকত থেকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে আসা হয় তখন তাঁর বাবার শ্বাস ছিলো। তখন তাঁরা বলেছিলো তাকে আইসিওতে নিয়ে যেতে। যতটাকা লাগবে দেবে। কিন্তু আইসিওতে না নিয়ে জিবীত অবস্থায় তাঁর বাবাকে থাকে মর্গে ঢুকায়ে ফেলে হাসপাতাল কর্তৃপক্ষ। তখন তাঁর বাবা মারা যায়নি। এসময় তাদের আহাজারিতে হাসপাতালের আকাশ-বাতাস ভারী হয়ে উঠেছিলো"।
কক্সবাজার পর্যটন সেল এর দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুম বিল্লাহ জানান (২৬ ডিসেম্বর) রবিবার ইকবাল,তার স্ত্রী, ছেলে মেয়ে ও মেয়ের জামাইসহ ৭জনকে নিয়ে সকালে কক্সবাজারে এসে পৌঁছে সৈকতে গোসল করতে নামলে পানিতে ডুবে এই দুর্ঘটনার শিকার হয়। পরে তার পরিবারের সদস্য, লাইফ গার্ড ও বীচ কর্মীদের সহায়তায় তাকে উদ্ধার করে এ্যাম্বুলেন্স যোগে সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার(আরএমও) ডাক্তার আশিকুর রহমান জানান, "হাসপাতালের নিয়ে আসার আগেই ইকবালের মৃত্যু হয়েছে এবং তাকে তাঁরা মৃত অবস্থায় পেয়েছে। তাঁর পরে-ও স্বজনরা যখন অভিযোগ তুলেছে তাকে আবারও বুকের ইসিজি করে মৃত্যু কনফার্ম করে, লাশ সংরক্ষণ করার জন্য মর্গে রাখা হয়েছে।