প্রকাশ: রোববার, ২৫ ডিসেম্বর, ২০২২, ৮:০৭ পিএম | অনলাইন সংস্করণ
চাঁপাইনবাবগঞ্জে মাধ্যমিক পর্যায়ে ৫৬ ভাগ এবং প্রাথমিক স্তরে ৩৪ ভাগ বই পৌঁছে গেছে। নতুন বছরের প্রথম দিনে নতুন বই পাবার আশায় শিক্ষার্থীরা বই উৎসবে মেতে উঠার দিন গুনছে। ২০২৩ সালে মাধ্যমিক ও প্রাথমিক পর্যায়ে ২৬ লাখ ৩৬ হাজার ৬৫০ টি নতুন বই বিতরণ করা হবে।
জেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, মাধ্যমিক পর্যায়ে বইয়ের চাহিদা ছিলো ১৮ লাখ ৭৯০টি। এ পর্যন্ত মাধ্যমিক পর্যায়ের বই এসেছে প্রায় ৫৬ ভাগ। অন্যদিকে, দাখিলে চাহিদা ছিলো ৫ লাখ ৪৮ হাজার ৩৭০ টি, বই এসেছে ৩ লাখ ৫ হাজার ৮’শ ৮৫ টি এবং এবতেদায়ীতে বইয়ের চাহিদা ছিলো ২ লাখ ৪৭ হাজার ৯৩০টি, বই এসেছে ১ লাখ ৬৭ হাজার ২০০ টি।
এছাড়া, এসএসসি /দাখিল ভোকেশনালে ৩৯ হাজার ৫৬০ টি বইয়ের চাহিদার বিপরীতে বই পাওয়া গেছে ১৫ হাজার ৮২০টি। এদিকে জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবদুর রশিদ জানান, এখনো বই আসা অব্যাহত রয়েছে। তবে, সময়মত শিক্ষার্থীরা বই পাবে। সেই সাথে বিদ্যালয়গুলোতে বই পাঠানো শেষ পর্যায়ে রয়েছে। এবারও বছরের প্রথম দিনে বই উৎসবের আয়োজন করা হবে। সেদিন আনুষ্ঠানিকতার মধ্যদিয়ে নিজ নিজ বিদ্যালয়ে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়া হবে।
জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, প্রাক-প্রাথমিক, প্রাথমিক স্তর ও নৃগোষ্ঠির বইয়ের চাহিদা ছিল ৯ লাখ ৩৪ হাজার ৮০৮ টি। এখন পর্যন্ত বই এসেছে ৩৪ ভাগ। এর মধ্যে শিবগঞ্জে ৩ লাখ ৮১ হাজার ২৭৩ বইয়ের বিপরীতে বই এসেছে ৫৬ হাজার , চাঁপাইনবাবগঞ্জ সদরে ২ লাখ ৯৬ হাজার ৪০০ বিপরীতে ১ লাখ ৭৭ হাজার ৮৪০টি, গোমস্তাপুরে ১ লাখ ৪৬ হাজার বইয়ের বিপরীতে এসেছে ৪৮ হাজার বই, নাচোলে ১ লাখ ৯হাজার ২০টি বইয়ের বিপরীতে এসেছে ১৯ হাজার ৬৫০ টি ও ভোলাহাটে ৬৬ হাজার ২’শ ৬১ চাহিদার বিপরীতে ৮ হাজার ৪৭৮ টি বই এসেছে।
এছাড়া, নৃ-গোষ্ঠি এবং প্রাক-প্রাথমিক ও প্রাথমিক পর্যায়ে ৮৫৪টি বইয়ের বিপরীতে পুরো বই এসেছে। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ সাইফুল ইসলাম জানান, জেলার ৭’শ ৫ টি প্রাথমিক বিদ্যালয়সহ অন্যান্য বিদ্যালয়ে বইয়ের চাহিদার বিপরীতে বাকি বই আর কয়েকদিনের মধ্যে এসে পৌঁছে যাবে।