প্রকাশ: রোববার, ২৫ ডিসেম্বর, ২০২২, ৮:০৪ পিএম | অনলাইন সংস্করণ
শেরপুরের ঝিনাইগাতী- নালিতাবাড়ী ও শ্রীবরদীতে নানা আয়োজনে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে খ্রীস্ট সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শুভ বড়দিন উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে ২৫ ডিসেম্বর রবিবার উপজেলার নলকুড়া ইউনিয়নের মরিয়মনগর সাধুজর্জের ধর্মপল্লীর গির্জায় সুর্যাদয়ের সাথে সাথে জাতির শান্তি ও সমৃদ্ধি কামনা করে আনুষ্ঠানিকভাবে দুই দফায় মিশা (প্রার্থনা) উৎসর্গ করেন খ্রীস্ট ধর্মাবলম্বীরা। ধর্মপল্লীর ফাদার বিপুল ডেভিট দাস পালপুরোহিত সিএসসি মিশা উৎসর্গ ও প্রার্থনা পরিচালনা করেন। যীশু খ্রীস্টের জন্মদিন হিসেবে খ্রীস্ট সম্প্রদায়ের লোকেরা প্রতিবছর উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে এ দিনটি পালন করে থাকে।
সকাল সাড়ে ১১ টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে কেক কেটে বড় দিনের শুভ উদ্বোধন করেন শেরপুরের জেলা প্রশাসক (ডিসি) সাহেলা আক্তার। ধর্মপল্লীর ফাদার বিপুল ডেভিটদাস সিএসসি পাল পুরোহিত এর সভাপতিত্বে অনুষ্ঠিত কেক কাটা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)ফারুক আল মাসুদ, সহকারী কমিশনার (ভুমি) আশরাফুল কবীর, জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার এসএম আল আমীন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শেরপুর জেলা হিন্দু বৌদ্ধ খ্রীষ্ঠান ঐক্য পরিষদের সভাপতি দেবাশীষ ভট্রাচার্য, জেলা পরিষদ সদস্য আবু তাহের, থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কাশেম, নলকুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রুকুনুজ্জাম, ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সেক্রেটারী অসীম ম্রংসহ খ্রীষ্ট সম্প্রদায়ের গন্যমান্য ব্যক্তিবর্গ।
এবছর নালিতাবাড়িতে ৪৮টি ঝিনাইগাতীতে১৮টি ও শ্রীবরদীতে ৭টিসহ ৭৩ টি গির্জায় অনুষ্ঠিত হয় বড় দিনের নানা আয়োজন। বড় দিন পালন উপলক্ষে গির্জাগুলোতে সরকারী সহায়তার পাশাপাশি নেয়া হয় করা পুলিশি নিরাপত্তা ব্যবস্থা।