প্রকাশ: শনিবার, ২৪ ডিসেম্বর, ২০২২, ৯:৩৮ পিএম | অনলাইন সংস্করণ
সাভার, আশুলিয়া ও ধামরাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় ৭জন নিহত ও প্রায় ২০ জন আহত হয়েছে। সাভারের কলমা, আশুলিয়ার নয়ারহাট ও ধামরাইয়ের বালিথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, শুক্রবার রাতে সাভার থেকে একটি যাত্রীবাহি লেগুনা আশুলিয়ার উদ্দেশ্যে ছেড়ে যায়। এ সময় বিপরিত দিক থেকে আসা একটি মিনিবাসের সাথে সংঘর্ষে ঘটনাস্থলেই ফাহিম, নাসির ও অজ্ঞাত এক যাত্রী নিহত হয়। শুক্রবার সকালে সাভারের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় আরেক যাত্রীর। তার নাম পরিচয় পাওয়া যায়নি।
এদিকে, ঢাকার ধামরাইয়ের বালিথা এলাকায় একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে যাওয়ার চব্বিশ ঘন্টা পার হওয়ার পরে শুক্রবার রাতে বাসের ভিতর থেকে আব্দুল বাতেন ও মুক্তা আক্তার নামের দুই জনের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। গত বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টার দিকে বাসটি বালিথা এলাকায় নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়েছিলো। এসময় বাসে থাকা অন্তত দশ যাত্রী গুরুতর আহত হয়।
অপর ঘটনায় শনিবার ভোরে আশুলিয়ার নয়ারহাটে দুরপাল্লার পরিবহনের চাপায় অজ্ঞাত মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে। সাভার হাইওয়ে পুলিশ জানায়, অজ্ঞাত ওই মোটরসাইকেল আরোহীর লাশ উদ্ধার করা হয়েছে। তার পরিচয় সনাক্তের চেষ্টা চলছে।
এসব দুর্ঘটনায় আহত প্রায় ২০ জনকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।