প্রকাশ: শনিবার, ২৪ ডিসেম্বর, ২০২২, ৯:৩৬ পিএম | অনলাইন সংস্করণ
কুড়িগ্রাম সদর উপজেলার ত্রিমোহনীতে নিয়ন্ত্রন হারিয়ে দাড়িয়ে থাকা একটি ব্যাটারী চালিত মিশুককে চাপা দিলে ঘটনাস্থলেই দুই জন নিহত হয়েছে। এসময় কোচের ড্রাইভার স্বপনকে গুরুতর আহত হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত একজন আব্দুল হান্নানের বাড়ি রাজারহাটের টগরাইহাট এলাকায়। অপর জনের পরিচয় এখনও নিশ্চিত হতে পারেনি পুলিশ।
পুলিশ ও প্রত্যক্ষ দর্শিরা জানায়, শনিবার সকাল ৮ টার দিকে উলিপুর উপজেলা থেকে ছেড়ে আসা ঢাকাগামী আমার এন্টার প্রাইজ নামের একটি দিবা কোচ ত্রিমোহনী এলাকায় পৌছালে এ ঘটনা ঘটে। কোচটি প্রথমে নিয়ন্ত্রন হারিয়ে ত্রিমোহনী মোড়ে দাড়িয়ে থাকা একটি ব্যাটারী চালিত মিশুককে চাপা দিয়ে একটি মুদি দোকানের ভিতরে ঢুকে পড়ে। মিশুকের চালক লাফিয়ে বেঁচে গেলেও মিশুকে বসে থাকা যাত্রী আব্দুল হান্নান ও মিশুকের পিছনে দাড়িয়ে অপর একজন নিহত হয়।
সদর উপজেলার বেলগাছা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: লিটন মিয়া জানান, দিবা কোচটি নিয়ন্ত্রন হারিয়ে একটি মিশুককে চাপা দিয়ে একটি গাছ ভেঙ্গে মুদি দোকানের ভিতরে ঢুকে যায়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হয়েছে।
কুড়িগ্রাম সদর থানা পুলিশের এসআই জাহিদ হাসান জানান, উলিপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী আমার এন্টার প্রাইজ নামে একটি দিবা কোচের চাপায় দুইজন নিহত হয়েছে। একজনের পরিচয় পাওয়া গেছে। নিহতদের মরদেহ কুড়িগ্রাম জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। স্বপন নামের ড্রাইভারকে গুরুতর অবস্থায় রংপুর মেডিকেল কলেজ জাসপাতালে পাঠানো হয়েছে। কোচটি থানায় নিয়ে যাওয়া হয়েছে।