রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলের কেমেরোভো শহরে একটি বৃদ্ধাশ্রমে অগ্নিকাণ্ডে ২২ জন নিহত হয়েছেন।
রাশিয়ার তদন্তকারীদের বরাত দিয়ে শনিবার (২৪ ডিসেম্বর) রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, আগুনে ভবনটির দ্বিতীয় তলা পুড়ে ছাই হয়ে যায়। তবে, ভবনটি আনুষ্ঠানিকভাবে বৃদ্ধাশ্রম হিসেবে নিবন্ধিত ছিল না।
দেশটির কর্মকর্তারা বলেছেন, রাশিয়ায় অনেক ভবন অনুমোদন ছাড়াই বৃদ্ধাশ্রম হিসেবে কাজ করে। এর অর্থ হলো এগুলো ব্যক্তিগত সম্পত্তি হিসেবে বিবেচিত হবে।
আঞ্চলিক স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, আগুনের ঘটনায় আহত ছয়জনকে চিকিৎসা দেওয়া হয়েছে। এদের মধ্যে দু’জনের অবস্থা গুরুতর।
কেমেরোভোর গভর্নর সের্গেই সিভিলেভ বলেছেন, আগুনের ঘটনার পর অঞ্চলটির সব নার্সিং হোম পরীক্ষা করা হবে। টেলিগ্রামে তিনি বলেন, আমরা এ ধরনের সব প্রতিষ্ঠান পরিদর্শন করবো, বিশেষভাবে বেসরকারিগুলো। এক সপ্তাহের মধ্যে পরিদর্শন শেষ হবে।