প্রকাশ: শনিবার, ২৪ ডিসেম্বর, ২০২২, ১২:৫৫ পিএম আপডেট: ২৪.১২.২০২২ ১:১৫ পিএম | অনলাইন সংস্করণ
কুড়িগ্রাম সদর উপজেলায় বাসচাপায় ২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৩ জন।
শনিবার (২৪ ডিসেম্বর) সকাল ৯টায় ত্রিমোহনী বাজারে কুড়িগ্রাম-রংপুর মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহতদের একজন অটোরিকশাচালক আব্দুল হান্নান (৪৫)। তিনি সদর উপজেলার কাঁঠালবাড়ী ইউনিয়নের টগরাইহাটের মৃত নজির হোসেনের ছেলে। আরেকজনের পরিচয় জানাতে পারেনি পুলিশ।
এই ঘটনায় গুরুতর আহত একজনকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত অন্যদের কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
স্থানীয়রা জানান, সকালে কুড়িগ্রাম থেকে ছেড়ে যাওয়া আমার পরিবহনের একটি বাস ত্রিমোহনী বাজার মোড় অতিক্রম করছিল। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পশ্চিমে দাঁড়িয়ে থাকা একাধিক ব্যক্তি ও অটোরিকশাকে চাপা দিয়ে স্থানীয় একটি দোকানে উঠে যায়। এতে অটোরিকশাচালকসহ ছয় জন আহত হন। স্থানীয়দের সহায়তায় পুলিশ ঘটনাস্থল থেকে একজনকে মৃত অবস্থায় উদ্ধার করে। আহত পাঁচ জনকে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে পাঠালে দায়িত্বরত চিকিৎসক অটোরিকশাচালক আব্দুল হান্নানকে মৃত ঘোষণা করেন। আহত অন্যদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত অপর তিন জনকে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. শাহিনুর রহমান শিপন জানান, দুর্ঘটনায় আহত পাঁচ জনকে হাসপাতালে নেওয়া হয়েছিল। এর মধ্যে একজনকে মৃত ঘোষণা করা হয়েছে। আরেকজনের অবস্থা গুরুতর হওয়ায় রংপুর মেডিক্যালে রেফার্ড করা হয়েছে। বাকি তিন জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
এদিকে সদর থানা পুলিশ জানায়, একজনের মরদেহ থানায় নেওয়া হয়েছে। তবে তার পরিচয় পাওয়া যায়নি। আব্দুল হান্নান নামে একজনের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।