প্রকাশ: শুক্রবার, ২৩ ডিসেম্বর, ২০২২, ৮:৫৩ পিএম | অনলাইন সংস্করণ
বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ময়মনসিংহ আঞ্চলিক কমিটির আহ্বায়ক হয়েছেন আনন্দ মোহন কলেজ কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক জিএস বিশিষ্ট সংগঠক কাজী আজাদ জাহান শামীম, সদস্য সচিব হয়েছেন ফারুক আহমেদ।
অ্যাডভোকেট শিব্বির আহমেদ লিটন ও অধ্যক্ষ নূরজাহান পারভীনকে যুগ্ন আহবায়ক করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
বাংলাদেশ পরিবেশ আন্দোলন ( বাপা ) এর উদ্যোগে গ্রামাউস হলরুমে ২২ ডিসেম্বর সন্ধ্যা ৭ টায় প্রাণ প্রকৃতি ও পরিবেশ রক্ষায় ময়মনসিংহে নাগরিক মতবিনিময় সভায় বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা এর সাধারণ সম্পাদক শরীফ জামিল এই নতুন কমিটি ঘোষণা করেন। এই কমিটি আগামী ছয় মাসের মধ্যে ভালুক ছাড়া জেলার প্রত্যেক উপজেলা কমিটি গঠন করে সম্মেলনের মাধ্যমে জেলা কমিটি গঠন করতে নির্দেশনা দেয়া হয়েছে। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো জাকির
হোসেন এর সভাপতিত্বে এডাব ময়মনসিংহ এর সভাপতি ফারুক আহমেদ এর স ালনায় ২২ ডিসেম্বর সন্ধ্যা ৭ টায় মতবিনিময় সভায় প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন বাপা এর সাধারণ সম্পাদক শরীফ জামিল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাপা কেন্দ্রীয় কমিটির সদস্য ও ময়মনসিংহ বিভাগীয় সমন্বয়কারী ইবনুল সাঈদ রানা, ময়মনসিংহ জেলা নাগরিক আন্দোলন এর সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্বা প্রকৌশলী নুরুল আমিন কালাম,সুপ্রিম কোর্ট বাংলাদেশ এর ডেপুটি এটর্নি জেনারেল ও ভালুকা বাপার সভাপতি অ্যাডভোকেট শাহ মোঃ আশরাফুল হক জর্জ, জেলা নাগরিক আন্দোলনের সহ সাধারণ সম্পাদক কাজী আজাদ জাহান শামীম ও অ্যাডভোকেট শিব্বির আহমেদ লিটন,গ্রামাউসের নির্বাহী পরিচালক মো আব্দুল খালেক, ময়মসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, স্বাধীনতা শিক্ষক পরিষদ বিভাগীয় সাধারণ সম্পাদক মোঃ আফতাব উদ্দিন প্রমূখ।