প্রকাশ: শুক্রবার, ২৩ ডিসেম্বর, ২০২২, ৩:২০ পিএম | অনলাইন সংস্করণ
আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলনে বিএনপিকে আমন্ত্রণ জানিয়েছে ক্ষমতাসীন দলটি।
শুক্রবার (২৩ ডিসেম্বর) বেলা ১২টায় আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক সায়েম খানের নেতৃত্বে একটি প্রতিনিধিদল বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে এ আমন্ত্রণ জানান।
ভারপ্রাপ্ত দফতর সম্পাদকের দায়িত্বে থাকা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইমরান সালেহ প্রিন্স আমন্ত্রণপত্র গ্রহণ করেছেন।
আমন্ত্রণপত্র দিয়ে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে বের হয়ে সায়েম খান বলেন, ‘প্রত্যেক রাজনৈতিক সংগঠনকে আমরা আমন্ত্রণ জানিয়েছি। বিএনপির কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান—বিএনপির এই তিনজনকে আমন্ত্রণ করেছি।’
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থানীয় কমিটির সদস্য মির্জা আব্বাসসহ শীর্ষস্থানীয় নেতাদের জেলে থাকা প্রসঙ্গে সাংবাদিকদের তিনি বলেন, ‘যাঁরা কারাগারে, সেটা আইনের বিষয়। তাই প্রতিনিধিত্বকারী বাইরে থাকা নেতাদের আমন্ত্রণ করেছি।’
সম্মেলনের আগের দিন বিএনপিকে আমন্ত্রণ জানানো হলো কেন, এর জবাবে তিনি বলেন, ‘বৈশ্বিক সংকটের কারণে এবার আমাদের সবকিছু সাদামাটা। এবার আমরা স্বল্প সময়ে, অল্প অর্থ ব্যয়ে সম্মেলন সমাপ্ত করার চেষ্টা করছি। স্বল্প পরিসরে আমরা আমন্ত্রণপত্র বিলি করছি।’