প্রকাশ: বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর, ২০২২, ৫:৪৮ পিএম | অনলাইন সংস্করণ
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম বলেছেন, বীর মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান দেখিয়ে ডিএনসিসির আওতাধীন রাস্তাগুলোর নামকরণ তাদের নামে করা হবে।
বৃহস্পতিবার দুপুরে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে বিজয় দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
মেয়র আতিক বলেন, আমাদের এই দেশটি পেয়েছি বীর মুক্তিযোদ্ধাদের জন্যই। যদি তাদের জন্য কিছু করতে পারি তাহলে নিজেরাই সম্মান বোধ করব। ডিএনসিসির রাস্তাগুলো বীর মুক্তিযোদ্ধাদের নামে নামকরণের কাজ আমরা শুরু করেছি। মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে এরই মধ্যে চিঠি দিয়েছি।
তিনি আরো বলেন, বীর মুক্তিযোদ্ধাদের সম্মান দেখিয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নগর ভবনে একটি রুম বরাদ্দ দেওয়া হচ্ছে। সেখানে কাজে গিয়ে তারা বসতে পারেন। ভোগান্তি ছাড়াই সব কাজ করে করে আনতে পারেন, সেই ব্যবস্থা আমরা গ্রহণ করছি।
আতিকুল ইসলাম বলেন, শুধু ১০ বছরের জন্য নয় একজন বীর মুক্তিযোদ্ধার কবর সারাজীবন সংরক্ষণ করবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। খরচ ছাড়া ডিএনসিসির আওতাধীন সবগুলো কবরস্থানে মুক্তিযোদ্ধা ও তার পরিবারের সদস্যদের কবর দেওয়ার ব্যবস্থা করে দেবে ডিএনসিসি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল জোবায়দুর রহমান প্রমুখ।