প্রকাশ: বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর, ২০২২, ২:১২ এএম আপডেট: ২২.১২.২০২২ ২:১৩ এএম | অনলাইন সংস্করণ
খুব অল্প সময়ের মধ্যে তুমুল দর্শকপ্রিয়তা পায় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’। এই নাটকের বিভিন্ন চরিত্র বিশেষ করে তরুণ প্রজন্মের মন কেড়ে নিয়েছে। এরই মধ্যে ধারাবাহিকটির তিনটি সিজন শেষ হয়ে চলছে চতুর্থ সিজন। ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন-৪ এর মধ্যদিয়ে শেষ হয়ে যাচ্ছে জনপ্রিয় এই ধারাবাহিকটি।
ডিসেম্বরে ৩ তারিখ ‘‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন-৪ শেষ হচ্ছে’ শিরোনামের সংবাদ প্রকাশ করে ডেইলি বাংলাদেশ। সেসময় নাটকের বিশ্বস্ত সূত্র বিষয়টি নিশ্চিত করলেও এবার পরিচালক নিজেই সিজন-৪ শেষ হওয়ার ঘোষণা দিলেন।
মঙ্গলবার ‘ব্যাচেলর পয়েন্ট’ এর পরিচালক কাজল আরেফিন অমি নিজের ফেসবুকে একটি কেকের ছবি পোস্ট করেন। আর সেই উপরে লেখা ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন-৪ দ্যা জার্নি ইজ ওভার। আর এতেই দর্শকদের বুঝার আর বাকি রইলো না শেষ হয়ে গেলো ব্যাচেলর পয়েন্ট সিজন-৪।
বিষয়টি জানতে ‘ব্যাচেলর পয়েন্ট’ পরিচালক কাজল আরেফিন অমির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও কোন সাড়া পাওয়া যায়নি।
২০১৯ সালের শেষের দিকে সিরিয়ালটির প্রথম সিজনের সম্প্রচার শুরু হয় বেসরকারি টেলিভিশন চ্যানেল বাংলা ভিশনে। পাশাপাশি এটি মুক্তি পেয়েছে ধ্রুব টিভির ইউটিউব চ্যানেলে। দর্শক চাহিদা মাথায় রেখে নির্মিত হয় সিরিয়ালটির দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ সিজন।
উল্লেখ্য, মোশনরক এন্টারটেইনমেন্টের ব্যানারে নির্মিত হয়েছে ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকের আগের সিজনগুলো। তৃতীয় সিজন প্রচার হয়েছে ধ্রুব টিভিতে। নতুন সিজন আসলেও এ মাধ্যমেই প্রচার হবে বলে জানা গেছে।
নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মিশু সাব্বির, মারজুক রাসেল, তৌসিফ মাহবুব, চাষী আলম, শামীম হাসান সরকার, জিয়াউল হক পলাশ, মুসাফির শোয়েব, সানজানা সরকার রিয়া, শিমুল প্রমুখ।