শুক্রবার ২২ নভেম্বর ২০২৪ ৭ অগ্রহায়ণ ১৪৩১

শিরোনাম: বিএনপির বড় বিশৃঙ্খলার চেষ্টা আ.লীগের সতর্কতায় বিফল: তথ্যমন্ত্রী   সংকটকে সম্ভাবনায় রূপ দিতে কাজ করছে সরকার: কাদের   নাটোরে ট্রেনে কাটা পড়ে ৩ জনের মৃত্যু   ‘কিছুই করি নাই শ্রেণিটা’ চোখ থাকতেও দেখে না: প্রধানমন্ত্রী   রাজকে আমার জীবন থেকে ছুটি দিয়ে দিলাম: পরীমনি   সৌদি আরবের ক্লাবে যোগ দিলেন রোনালদো   বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
স্মার্ট বাংলাদেশ শেখ হাসিনার আরেক উন্নয়ন দর্শন
#ডিজিটাল বাংলাদেশ ছিল বাংলাদেশের সর্বাত্মক সফল ধারণা: ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল #বাংলাদেশকে এক অনন্য উচ্চতায় নিয়ে যাচ্ছেন শেখ হাসিনা: অ্যাড. মশিউর মালেক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২১ ডিসেম্বর, ২০২২, ১০:২২ পিএম | অনলাইন সংস্করণ

আমরা যদি একাত্তরের মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে আজকে বাংলাদেশকে বিবেচনা করি তাহলে যেসব উদ্দেশ্য নিয়ে আমাদের এই ভূখণ্ডটি স্বাধীন হয়েছিল তার অনেকটাই পূরণ হয়ে গিয়েছে।   বঙ্গবন্ধুর যে স্বপ্নের সোনার বাংলা সেটা গড়বার চিন্তার ধারাবাহিকতা রেখেই তারই কন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। স্মার্ট বাংলাদেশ বলতে আমি বুঝি বঙ্গবন্ধু স্বপ্নের সোনার বাংলাকে।

দৈনিক ভোরের পাতার নিয়মিত আয়োজন ভোরের পাতা সংলাপের ৯২৩তম পর্বে এসব কথা বলেন আলোচকরা। ভোরের পাতা সম্পাদক ও প্রকাশক ড. কাজী এরতেজা হাসানের নির্দেশনা ও পরিকল্পনায় অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন  বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে লিভার বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল, বঙ্গবন্ধু ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা ও নির্বাহী সভাপতি অ্যাড. মশিউর মালেক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিনিয়র সাংবাদিক, ভোরের পাতা সংলাপের সমন্বয়ক মাকসুদা সুলতানা ঐক্য।

ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল বলেন,   আমরা যদি একাত্তরের মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে আজকে বাংলাদেশকে বিবেচনা করি তাহলে যেসব উদ্দেশ্য নিয়ে আমাদের এই ভূখণ্ডটি স্বাধীন হয়েছিল তার অনেকটাই পূরণ হয়ে গিয়েছে। আমরা যদি অর্থনৈতিক মুক্তির কথা বলি তাহলে আজকের কথাই শুরুতে বলতে হয় যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের ৫০টি জেলায় ২ হাজার ২১ দশমিক ৫৬ কিলোমিটার সম্মিলিত দৈর্ঘ্যের ১০০টি সড়ক ও মহাসড়ক উদ্বোধন করেছেন। আমরা যে উন্নয়নের মহাসড়কে ধাবমান এটি তার আরেকটি ক্ষুদ্র স্মারক মাত্র। এইরকম অসংখ্য-অজস্র অর্জন আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ১৪ বছরে আমাদের দিয়ে গেছেন। এইযে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে আমদের অর্থনীতি ধ্বসে পর্বে, কিন্তু তার কিছুই হয়নি। আমরা এগিয়ে যাচ্ছি এবং আমরা প্রত্তাশা করি আগামী বছর থেকে আমরা আরও ঘুরে দাঁড়াবো। আজকে যখন আমরা স্মার্ট বাংলাদেশের কথা বলছি তখন আমাদের ডিজিটাল বাংলাদেশের সাফল্য গুলো তুলে ধরতে হবে। ডিজিটাল বাংলাদেশ ছিল বাংলাদেশের সর্বাত্মক সফল ধারণা।  ২০৪১ সালের স্মার্ট বাংলাদেশ হবে সাশ্রয়ী, টেকসই, বুদ্ধিভিত্তিক, জ্ঞানভিত্তিক এবং উদ্ভাবনী বাংলাদেশ। স্মার্ট সিটি ও স্মার্ট ভিলেজ বাস্তবায়নের জন্য স্মার্ট স্বাস্থ্যসেবা, স্মার্ট ট্রান্সপোর্টেশন, স্মার্ট ইউটিলিটিজ, নগর প্রশাসন, জননিরাপত্তা, কৃষি, ইন্টারনেট কানেক্টিভিটি ও দুর্যোগ ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে। এজন্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, রোবটিক্স, মাইক্রোচিপ ডিজাইনিং অ্যান্ড ম্যানুফ্যাকচারিং ও সাইবার সিকিউরিটি এই চারটি প্রযুক্তিতে আমাদের মনোযোগী হতে হবে। বঙ্গবন্ধুর সোনার বাংলাকে ডিজিটাল বাংলাদেশের মাধ্যমে স্মার্ট বাংলাদেশে রুপান্তর করছি সেখানে আমরা কিন্তু ঠিকঠাক পথেই এগুচ্ছি। 

অ্যাড. মশিউর মালেক বলেন,  আজকে এমন একটা সময়ে আমরা আলোচনা করছি এটা হল এই মাসটি আমাদের জন্য আনন্দের মাস, এই মাসটি আমাদের বিজয়ের মাস। তাই এই বিজয়ের মাসে আমি প্রথমেই গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি সেই ব্যক্তিকে, যিনি আমাদেরকে একটি পতাকা এনে দিয়েছেন, যার জন্ম না হলে আমরা এই স্বাধীন বাংলাদেশ পেতাম না, আজকে এখানে বসে কথা বলতে পারতাম না। সেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারের নিহত সদস্যদের রুহের মাগফিরাত কামনা করছি। আমাদের জাতীয় চার নেতার মাগফিরাত কামনা করছি এবার এর সাথে আমাদের মুক্তিযোদ্ধাদের ব্যাপক শ্রদ্ধা জানাচ্ছি। ১৯৭১ সালে দীর্ঘ ৯ মাসের এক রক্তক্ষয়ী যুদ্ধ শেষে ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে বীর বাঙালি বিজয় ছিনিয়ে এনেছিল ১৬ ডিসেম্বর। আজকের বিষয়টি নিয়ে কথা বলতে গেলে শুরুতেই বলতে হয় বঙ্গবন্ধু আমাদের যেসব স্বপ্ন দেখিয়েছিলেন তার প্রতিটি স্বপ্নের অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করে যাচ্ছেন জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি তার পিতার পথ ধরেই দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন এবং আজ আমাদের স্বপ্ন দেখাচ্ছেন স্মার্ট বাংলাদেশের বাসিন্দা করার।  বঙ্গবন্ধুর যে স্বপ্নের সোনার বাংলা সেটা গড়বার চিন্তার ধারাবাহিকতা রেখেই তারই কন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। স্মার্ট বাংলাদেশ বলতে আমি বুঝি বঙ্গবন্ধু স্বপ্নের সোনার বাংলাকে। আমরা সকল প্রকাশ কুপমন্ডক থেকে, সকল প্রকার নেতিবাচক দিক থেকে স্মার্ট বিশ্বের দিকে ধাবিত হচ্ছি।  জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান, কারিগরি ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশের যে ভিত্তি  তৈরি করে গেছেন, সে পথ ধরেই ডিজিটাল বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ করে বাংলাদেশকে স্মার্ট দেশ গড়বার দিকে নিয়ে যাচ্ছেন।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
http://www.dailyvorerpata.com/ad/Screenshot_1.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]