বাংলাদেশকে এক অনন্য উচ্চতায় নিয়ে যাচ্ছেন শেখ হাসিনা: অ্যাড. মশিউর মালেক
প্রকাশ: বুধবার, ২১ ডিসেম্বর, ২০২২, ১০:২২ পিএম | অনলাইন সংস্করণ
আমরা যদি একাত্তরের মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে আজকে বাংলাদেশকে বিবেচনা করি তাহলে যেসব উদ্দেশ্য নিয়ে আমাদের এই ভূখণ্ডটি স্বাধীন হয়েছিল তার অনেকটাই পূরণ হয়ে গিয়েছে। বঙ্গবন্ধুর যে স্বপ্নের সোনার বাংলা সেটা গড়বার চিন্তার ধারাবাহিকতা রেখেই তারই কন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। স্মার্ট বাংলাদেশ বলতে আমি বুঝি বঙ্গবন্ধু স্বপ্নের সোনার বাংলাকে।
দৈনিক ভোরের পাতার নিয়মিত আয়োজন ভোরের পাতা সংলাপের ৯২৩তম পর্বে এসব কথা বলেন আলোচকরা। ভোরের পাতা সম্পাদক ও প্রকাশক ড. কাজী এরতেজা হাসানের নির্দেশনা ও পরিকল্পনায় অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে লিভার বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল, বঙ্গবন্ধু ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা ও নির্বাহী সভাপতি অ্যাড. মশিউর মালেক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিনিয়র সাংবাদিক, ভোরের পাতা সংলাপের সমন্বয়ক মাকসুদা সুলতানা ঐক্য।
অ্যাড. মশিউর মালেক বলেন, আজকে এমন একটা সময়ে আমরা আলোচনা করছি এটা হল এই মাসটি আমাদের জন্য আনন্দের মাস, এই মাসটি আমাদের বিজয়ের মাস। তাই এই বিজয়ের মাসে আমি প্রথমেই গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি সেই ব্যক্তিকে, যিনি আমাদেরকে একটি পতাকা এনে দিয়েছেন, যার জন্ম না হলে আমরা এই স্বাধীন বাংলাদেশ পেতাম না, আজকে এখানে বসে কথা বলতে পারতাম না। সেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারের নিহত সদস্যদের রুহের মাগফিরাত কামনা করছি। আমাদের জাতীয় চার নেতার মাগফিরাত কামনা করছি এবার এর সাথে আমাদের মুক্তিযোদ্ধাদের ব্যাপক শ্রদ্ধা জানাচ্ছি। ১৯৭১ সালে দীর্ঘ ৯ মাসের এক রক্তক্ষয়ী যুদ্ধ শেষে ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে বীর বাঙালি বিজয় ছিনিয়ে এনেছিল ১৬ ডিসেম্বর। আজকের বিষয়টি নিয়ে কথা বলতে গেলে শুরুতেই বলতে হয় বঙ্গবন্ধু আমাদের যেসব স্বপ্ন দেখিয়েছিলেন তার প্রতিটি স্বপ্নের অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করে যাচ্ছেন জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি তার পিতার পথ ধরেই দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন এবং আজ আমাদের স্বপ্ন দেখাচ্ছেন স্মার্ট বাংলাদেশের বাসিন্দা করার। বঙ্গবন্ধুর যে স্বপ্নের সোনার বাংলা সেটা গড়বার চিন্তার ধারাবাহিকতা রেখেই তারই কন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। স্মার্ট বাংলাদেশ বলতে আমি বুঝি বঙ্গবন্ধু স্বপ্নের সোনার বাংলাকে। আমরা সকল প্রকাশ কুপমন্ডক থেকে, সকল প্রকার নেতিবাচক দিক থেকে স্মার্ট বিশ্বের দিকে ধাবিত হচ্ছি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান, কারিগরি ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশের যে ভিত্তি তৈরি করে গেছেন, সে পথ ধরেই ডিজিটাল বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ করে বাংলাদেশকে স্মার্ট দেশ গড়বার দিকে নিয়ে যাচ্ছেন।