শনিবার ২৩ নভেম্বর ২০২৪ ৭ অগ্রহায়ণ ১৪৩১

শিরোনাম: বিএনপির বড় বিশৃঙ্খলার চেষ্টা আ.লীগের সতর্কতায় বিফল: তথ্যমন্ত্রী   সংকটকে সম্ভাবনায় রূপ দিতে কাজ করছে সরকার: কাদের   নাটোরে ট্রেনে কাটা পড়ে ৩ জনের মৃত্যু   ‘কিছুই করি নাই শ্রেণিটা’ চোখ থাকতেও দেখে না: প্রধানমন্ত্রী   রাজকে আমার জীবন থেকে ছুটি দিয়ে দিলাম: পরীমনি   সৌদি আরবের ক্লাবে যোগ দিলেন রোনালদো   বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
গাজীপুরে জাহাঙ্গীর সমর্থকদের আনন্দ-উল্লাস
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৯ ডিসেম্বর, ২০২২, ২:১৬ পিএম আপডেট: ১৯.১২.২০২২ ৬:০১ পিএম | অনলাইন সংস্করণ

গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সিটি করপোরেশনের সাময়িক বরখাস্ত মেয়র জাহাঙ্গীর আলমকে দলে ফিরিয়ে নেওয়া হয়েছে—এমন খবর এখন নগরবাসীর মুখে মুখে। দলে ফেরার গ্রিন সিগন্যাল পাওয়ায় শিগগিরই তিনি মেয়রের চেয়ারে বসবেন এমন প্রত্যাশা তার সমর্থকদের।

স্থানীয় সরকার নির্বাচনে বিদ্রোহী প্রার্থীসহ বিভিন্ন কারণে দলীয় শৃঙ্খলাভঙ্গের দায়ে বহিষ্কৃত আওয়ামী লীগের নেতাকর্মীদের বহিষ্কারাদেশ প্রত্যাহারের সিদ্ধান্ত হয়। বহিষ্কারাদেশ প্রত্যাহারের তালিকায় গাজীপুর সিটি করপোরেশনের সাময়িক বরখাস্ত হওয়া মেয়র জাহাঙ্গীর আলমের নামও রয়েছে, এমন খবর প্রচার হলে জাহাঙ্গীর আলম সমর্থকরা গত শনিবার রাতভর আতশবাজি ফাটিয়ে মিছিল করে, মিষ্টি বিতরণ করে আনন্দ-উল্লাস করে। 

সামাজিক যোগাযোগ মাধ্যমেও জাহাঙ্গীর আলমের বহিষ্কারাদেশ প্রত্যাহারের বিষয়টি ব্যাপকভাবে ভাইরাল হচ্ছে। দলীয় বিভিন্ন স্তরের নেতাকর্মী থেকে শুরু করে বিভিন্ন ওয়ার্ড কাউন্সিলরদেরও রাতে যেতে দেখা গেছে তার বাসভবনে। অনেকেই ফুলের তোড়া নিয়ে ছুটে গেছেন সেখানে।

এ সময় জাহাঙ্গীর আলম তার বাসভবনে সমবেত লোকজনের উদ্দেশ্যে ধৈর্য ধারণ করার আহ্বান জানিয়ে বলেন, জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সাধারণ মানুষের সেবা করার জন্য তিনি এলাকার মন্ত্রী-এমপি ও স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দের সঙ্গে সমন্বয় করে এবং সুসম্পর্ক রেখে আগামীদিনে কাজ করতে চান।

গতকাল সকাল থেকে দলে দলে নগরের ছয়দানা এলাকার তার বাসভবনে বাঁধভাঙ্গা জোয়ারের মতোই বিপুলসংখ্যক নেতাকর্মী জড়ো হয়েছেন।

শনিবার আওয়ামী লীগের জাতীয় কমিটির বৈঠকে বিদ্রোহী প্রার্থীসহ বিভিন্ন কারণে দলীয় শৃঙ্খলাভঙ্গের দায়ে বহিষ্কৃত আওয়ামী লীগের নেতাকর্মীদের বহিষ্কারাদেশ প্রত্যাহারের সিদ্ধান্ত হয়। গণভবনে ওই সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

সেই সিদ্ধান্তে বহিষ্কারাদেশ প্রত্যাহারের তালিকায় আগামী নির্বাচন সামনে রেখে এবং গাজীপুরে সংগঠনকে শক্তিশালী করার লক্ষ্যে জাহাঙ্গীর আলমও রয়েছেন, এমনটা দাবি করা হচ্ছে জাহাঙ্গীর আলমের ঘনিষ্ঠজনদের পক্ষ থেকে। যদিও আলাদা করে জাহাঙ্গীর আলমের বিষয়ে সুস্পষ্ট কোনো বক্তব্য এখনো পাওয়া যায়নি আওয়ামী লীগের কেন্দ্রীয় পর্যায় থেকে।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
http://www.dailyvorerpata.com/ad/Screenshot_1.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]