শনিবার ২৩ নভেম্বর ২০২৪ ৭ অগ্রহায়ণ ১৪৩১

শিরোনাম: বিএনপির বড় বিশৃঙ্খলার চেষ্টা আ.লীগের সতর্কতায় বিফল: তথ্যমন্ত্রী   সংকটকে সম্ভাবনায় রূপ দিতে কাজ করছে সরকার: কাদের   নাটোরে ট্রেনে কাটা পড়ে ৩ জনের মৃত্যু   ‘কিছুই করি নাই শ্রেণিটা’ চোখ থাকতেও দেখে না: প্রধানমন্ত্রী   রাজকে আমার জীবন থেকে ছুটি দিয়ে দিলাম: পরীমনি   সৌদি আরবের ক্লাবে যোগ দিলেন রোনালদো   বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
ঈশ্বরকে ধন্যবাদ, তিনি আমাকে সবকিছু দিয়েছেন: মেসি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৯ ডিসেম্বর, ২০২২, ১১:০২ এএম | অনলাইন সংস্করণ

অবশেষে লিওনেল মেসির হাতে ধরা দিলো বিশ্বকাপ। এতে নিশ্চিতভাবেই ভীষণ গর্বিত ও আনন্দিত আর্জেন্টিনার কোটি কোটি ফুটবল ভক্ত। ৩৬ বছরের শিরোপাখরা ঘোচাতে মেসির মুখ চেয়েই তো আশায় বুক বেঁধেছিলেন তারা! বর্ণাঢ্য ক্যারিয়ারের পরম আকাঙ্ক্ষিত সাফল্যের নাগাল পাওয়ার পর তাই নিজ দেশে ফিরে যেতে তর সইছে না ক্ষুদে জাদুকরের।

রোববার রাতে কাতার বিশ্বকাপের রুদ্ধশ্বাস ফাইনালে টাইব্রেকারে ফ্রান্সকে ৪-২ গোলে হারিয়ে শিরোপা জিতেছে আর্জেন্টিনা। তৃতীয়বারের মতো তারা হয়েছে ফুটবলের সর্বোচ্চ আসরের চ্যাম্পিয়ন। পেনাল্টি থেকে ম্যাচের প্রথম গোল করেছিলেন মেসিই। তবে নির্ধারিত সময় শেষে ২-২ গোলে সমতা ছিল স্কোরলাইনে। অতিরিক্ত সময়েও গোল করে ফের দলকে এগিয়ে নিয়েছিলেন মেসি। কিন্তু এমবাপে ম্যাচে নিজের দ্বিতীয় পেনাল্টি থেকে লক্ষ্যভেদ করে হ্যাটট্রিক পূরণ করলে খেলা গড়ায় পেনাল্টি শুটআউটে। সেখানে এমিলিয়ানো মার্তিনেজের দৃঢ়তায় শেষ হাসি হাসে কোচ লিওনেল স্কালোনির দল। 

সদ্য সমাপ্ত ফুটবলের মহাযজ্ঞে আর্জেন্টিনার প্রতিটি জয়ের পরই গ্যালারিতে বুনো উল্লাসে মাততে দেখা যায় ভক্তদের। মেসিদের সকল সাফল্য নেচে-গেয়ে উদযাপন করেন তারা। বিশ্বকাপ জয়ের পর রীতিমতো চূড়ায় পৌঁছায় উন্মাদনার পারদ। কাতারেই যখন এমন চিত্র, তখন আর্জেন্টিনাতে কী মাত্রায় উদযাপন চলছে তা বুঝে নিতে কষ্ট হয় না! আর সেটা ভালোভাবেই জানা আছে মেসির। নিজ দেশের ফুটবলপ্রেমীদের সঙ্গে তাই যত দ্রুত সম্ভব শিরোপার আনন্দ ভাগাভাগি করতে চান তিনি।

রোমাঞ্চকর ফাইনালের পর আর্জেন্টাইন গণমাধ্যম টিওয়াইসি স্পোর্টসকে এবারের আসরের গোল্ডেন বল জয়ী মেসি বলেন, 'এটা (বিশ্বকাপ জয়ের উদযাপন) কতটা পাগলাটে হতে চলেছে সেটা দেখার জন্য আর্জেন্টিনায় ফিরে যেতে আমার আর তর সইছে না।'

সোনালী ট্রফিটিকে 'পৃথিবীর সবচেয়ে সুন্দর জিনিস' আখ্যা দিয়ে বিশ্বকাপে নিজের শেষ ম্যাচ খেলা ফরোয়ার্ড যোগ করেন, 'এটা (চ্যাম্পিয়ন হওয়া) পাগলাটে ব্যাপার, এটা (বিশ্বকাপ শিরোপা) আপনাকে বাধ্য করে চাইতে। কিন্তু এটাই সবচেয়ে সুন্দর জিনিস। দেখুন, কেমন সুন্দর। আমি অনেক চেয়েছি। ঈশ্বর আমাকে এটা (বিশ্বকাপ শিরোপা) দিতে চলেছেন, আমার এমন একটা অনুভূতি ছিল। আমরা অনেক ভুগেছি। কিন্তু (শেষ পর্যন্ত) আমরা পেয়েছি।'

সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মেসি আরও বলেন, 'এই ট্রফি জিতে আমার ক্যারিয়ার শেষ করতে চেয়েছিলাম, আমি আর কিছু চাইতে পারি না। ঈশ্বরকে ধন্যবাদ, তিনি আমাকে সবকিছু দিয়েছেন।'



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
http://www.dailyvorerpata.com/ad/Screenshot_1.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]