ফাইনালের পর আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসকে ৩৫ বছর বয়স বয়সি ফরোয়ার্ড বলেন, দেশের জার্সিতে খেলা চালিয়ে যাবেন তিনি।
‘আমি জাতীয় দল থেকে অবসর নিচ্ছি না। বিশ্বকাপ চ্যাম্পিয়ন হিসেবে আর্জেন্টিনার জার্সি গায়ে খেলতে চাই আমি,’ বলেন মেসি।
তিনি আরো বলেন, ‘আমি অল্প সময়ের ব্যবধানে কোপা আমেরিকা ও বিশ্বকাপ জিতেছি। আমি তাই করি যা আমি করতে ভালোবাসি। জাতীয় দলে থাকা এবং বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে আরও খেলা চালিয়ে যেতে চাই।’
‘আমি আর্জেন্টিনায় বিশ্বকাপ নিয়ে যাচ্ছি আপনাদের সঙ্গে উপভোগ করার জন্য,’ যোগ করেন লিওনেল মেসি।
বিশ্বকাপ জয় প্রসঙ্গে আর্জেন্টিনার অধিনায়ক মেসি বলেন, ‘এটা যে কারো শৈশবের স্বপ্ন। আমি ভাগ্যবান যে এই ক্যারিয়ারে সবকিছু অর্জন করতে পেরেছি ... এবং এটিও (বিশ্বকাপ), যেটি এতদিন অধরা ছিল।’
লুসাইলের ফাইনালের কিছুক্ষণ পরই আর্জেন্টিনা ফুটবল তাদের টুইটার পেজে তিন তারকা সম্বলিত লোগোর ছবি দিয়েছে। এরপর তাদের জার্সিতেও থাকবে তিন তারকা।
পরের বিশ্বকাপ আসতে আসতে মেসির বয়স হয়ে যাবে ৩৯ বছরের কাছাকাছি। আগামী কোপা আমেরিকা হবে ২০২৪ সালের মাঝামাঝি। সেখানে মেসিকে দেখলে অবাক হওয়ার কিছু থাকবে না।