প্রকাশ: রোববার, ১৮ ডিসেম্বর, ২০২২, ৮:১৬ পিএম | অনলাইন সংস্করণ
কিশোরগঞ্জের ভৈরবে মহিউদ্দিন নামে ব্যতিক্রমী এক ফুটবলপ্রেমীর দেখা মিলেছে। তিনি প্রিয় ফুটবল তারকার নামের সঙ্গে মিলিয়ে সন্তানের নাম রেখেছেন ‘মেসি’। সন্তানের পুরো নাম রাতুল ইসলাম মেসি। তবে মহিউদ্দিনের নিজের সন্তান নয় রাতুল। মহিউদ্দিনের নিজের কোনো সন্তান নেই। ছোট ভাইয়ের সন্তানকেই তিনি নিজের সন্তান হিসেবে লালন-পালন করছেন।
মহিউদ্দিন নিজের ব্যবসা প্রতিষ্ঠানের ব্যান্ডের নাম থেকে শুরু করে বাস ভবনের নামও দিয়েছেন ‘মেসি হাউজ’। তিনি এবারের বিশ্বকাপের আর্জেন্টিনা ফাইনালে যাওয়ায় লাখ টাকায় গরু কিনে বিরিয়ানি খাওয়াচ্ছেন। রোববার বিকেলে গরুটি জবাই করা হয়। আর্জেন্টিনা সমর্থকদের নিয়ে খাওয়া-দাওয়া শেষে রাতে খেলা দেখতে বসবেন।
ভৈরব পৌর শহরের তাতার কান্দিতে প্রিয় ফুটবল তারকার নামে ১০ শতাংশ জমির ওপর নির্মাণ হচ্ছে ‘মেসি হাউজ’। আর ভবনের ছাদে শোভা পাচ্ছে আর্জেন্টিনার একাধিক পতাকা। বাড়িটির নির্মাণকাজ শেষ হলে পতাকার আদলেই রং করা হবে। দোতলার বারান্দায় থাকবে মেসির দুইটি ছবি। এছাড়া আর্জেন্টিনার পতাকার আদলে বাড়ির গেটের ডিজাইন করা হয়েছে।
মহিউদ্দিন জানান, ১৯৯০ সাল থেকেই তার প্রিয় দল আর্জেন্টিনা। লিওনেল মেসি সময়ের ব্যবধানে ফুটবল জগতে বিশ্বতারকা হিসেবে খ্যাতি অর্জন করেছেন। ফলে মহিউদ্দিন ও তার পরিবার ব্যবসা-বাণিজ্যে থেকে শুরু করে সবকিছু মেসির নামেই নামকরণ করেছেন।